শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : এবার দিনহাটা পুরসভা (Dinhata Municipality) দখল তৃণমূলের (TMC)। সাঁইথিয়া, বজবজের পর এবার দিনহাটা। ভোটের আগেই ৩ পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটায় ১৬টির মধ্যে ১০টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী।  


গতকালই ১৬টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে কোনও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ব্যাপক 'সন্ত্রাসের' কারণে প্রার্থী দেওয়া যায়নি বলে অভিযোগ। আজ সকাল থেকে স্ক্রুটিনি শুরু হয়। এদিকে এর আগে আজ সিপিএম ঘোষণা করে দেয়, যে চারটি ওয়ার্ডে তারা প্রার্থী দিয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই বামপ্রার্থী কোনও প্রার্থী এখানে নেই। আজ বিজেপির তিন প্রার্থী প্রস্তাবক মহকুমা শাসকের দফতরে এসে জানান, তাঁরা প্রার্থীর পদ প্রত্যাহার করছেন। যার ফলে আরও তিনটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ১১। তবে, স্ক্র্ুটিনি এখনও চলছে। মনে করা হচ্ছে, আরও দুই-একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন ; 'একটা ছবি দেখান তো হাত-পা ভেঙেছে, কথা বলা বা রাস্তায় ঘোরা কি সন্ত্রাস', বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া পুরসভা দখলের পর প্রশ্ন অনুব্রত মণ্ডলের


বিরোধীদের অভিযোগ, স্ক্র্ুটিনির দিনেও তাঁদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। মহকুমা শাসকের দফতরের সামনে তাঁদের আসতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রার্থীপদ প্রত্যাহার সিপিএমের। অন্যদিকে বিজেপি-র তরফে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দাবি করেছেন, দিনহাটায় এবার ১৬-তে ১৬ পাবে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচনের আগেই সেই ফল ঘোষণা হয়ে যাবে। সবমিলিয়ে কার্যত ভোটের আগেই দিনহাটা পুরসভার দখল নিল শাসকদল।


ভোটের আগেই জয়ের আনন্দে মেতে উঠেছে তৃণমূল। বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা । এর আগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ ও বীরভূমের সাঁইথিয়া- দুই পুরসভাই বিনা লড়াইয়ে দখল করেছে তৃণমূল। বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি এবং সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তৃণমূল। এবার সেই তালিকায় নবতম সংযোজন দিনহাটা।