পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : কেউ হেঁশেলে ঢুকে রান্না করলেন। কেউ খেতে খেতে দিলেন আড্ডা। পুরভোটের (Municipal Election) প্রচারে অন্য ছবি বাঁকুড়া (Bankura) পুর এলাকায়। তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রচার কৌশল নিয়ে শুরু হয়েছে চর্চা।


ভোট বড় বালাই। তাই কোথাও গৃহস্থের হেঁশেলে ঢুকে পড়লেন তৃণমূল প্রার্থী। কোথাও আবার চপ-মুড়ি খেতে খেতে ভোটারদের সঙ্গে আড্ডা দিলেন বিজেপি প্রার্থী। ভোটারদের কাছের মানুষ- এই বার্তা দিতে, বাঁকুড়া পুরভোটের প্রচারে দেখা গেল দুই শিবিরের এমন ছবি।


আরও পড়ুন ; বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বাড়িতে ঢোকানো কেন, গৃহকর্তাকে হুমকি দেওয়ায় অভিযুক্ত INTTUC নেতা


বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ফের পিঙ্কি চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। চেনা মাঠে প্রচারে গিয়ে প্রতিশ্রুতি নয়, কার বাড়িতে কী মেনু রান্না হচ্ছে তা নিয়েই ভোটারদের সঙ্গে গল্প জুড়ে দিলেন তৃণমূল প্রার্থী। কোথাও আবার কাঠের জ্বালানি দিয়ে নিজেই বেগুন ভাজলেন প্রার্থী।


আরও পড়ুন ; রবিবার গভীর রাতে মাথা কেটে নেওয়ার হুমকি মাওবাদীদের! আতঙ্কে বিষ্ণুপুরের স্কুলের প্রধান শিক্ষিকা


পিঙ্কি চক্রবর্তী বললেন, এক জায়গায় মাছ করলাম, এক জায়গায় পালং শাক করলাম, বেগুন ভাজা। আমি ওদের ঘরের মেয়ে, এসেছি দেখা করতে তাই রান্না করলাম। সারাবছর আমি ওদের পাশে থাকি।


আরও পড়ুন ; পুরভোটের প্রাক্কালে তৃণমূল ও নির্দল কর্মীদের হাতাহাতি, উত্তেজনা বাঁকুড়ার সোনামুখীতে


বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির হয়ে লড়ছেন কৌশিক পাঠক। প্রথমবার ভোটের লড়াইয়ে নামা বিজেপি প্রার্থীও পৌঁছে গেলেন জনতার দরবারে। চপ-মুড়ি খেতে খেতে চলল আড্ডা। প্রার্থী কৌশিক বলেন, ভাবতে পারিনি এত ভালবাসা আমি পাব। সকালে বেরোলে বাড়িতে কিছু খাওয়া হয় না। চপ-মুড়ি খেলাম। দারুণ উপভোগ করেছি।
 
আমজনতার সঙ্গে মিশে গিয়ে চলছে তৃণমূল ও বিজেপি প্রার্থীর জনসংযোগ। রবিবার বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে ভোট। বুধবার জানা যাবে ভোটের ফল।