প্রকাশ সিনহা, কলকাতা : পুর-নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) তদন্তে এই প্রথম রাজ্যের দুটি দফতরকে চিঠি দিল ইডি। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে, গত ৮ বছরে রাজ্যের সব পুরসভার কী প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে। সূত্রের এই ক'বছরে কতজনের চাকরি হয়েছে, তাও জানতে চেয়েছে ইডি (Enforcement Directorate)।
পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে এবার রাজ্যের ২ দফতরকে চিঠি পাঠাল ইডি (ED)। সূত্রের খবর, চিঠি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। জানতে চাওয়া হয়েছে, গত ৮ বছরে রাজ্যের সব পুরসভার কী প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে ?
ইডি সূত্রে দাবি, গত ৮ বছরে রাজ্য়ের বিভিন্ন পুরসভায় কাদের চাকরি হয়েছে ? কোন পদে কত সালে চাকরি হয়েছে ? চাকরির জন্য কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কি না ? কীভাবে গোটা নিয়োগপ্রক্রিয়া হয়েছে ? তার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
গত ১২ মে পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) দেওয়া CBI তদন্তের রায় বদলাননি না বিচারপতি অমৃতা সিন্হা। এরপরই একযোগে এফআইআর (FIR) দায়ের করে সিবিআই (CBI) ও ইডি।
একদিকে, অপরাধমূলক ষড়যন্ত্র কীভাবে সংঘটিত হয়েছিল তার তদন্ত সিবিআই করবে বলে ঠিক হয়। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং, তা থেকে কারা লাভবান হয়েছেন, সেই বিষয়ে তদন্ত শুরু করে ইডি। সূত্রের খবর, ইডির করা এফআইআরে নাম ছিল অয়ন শীল। ও তাঁর সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের।
আগেই ইডি সূত্রে দাবি করা হয়, রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে। বিভিন্ন পুরসভা থেকে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। ইডি সূত্রে খবর, যে দুই দফতরকে চিঠি পাঠানো হয়েছে, তার মধ্য়ে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের উপর ২০১৭ থেকে পুরসভায় নিয়োগের দায়িত্ব রয়েছে। প্রসঙ্গত, গত ১৮ মার্চ অয়ন শীলের সল্টলেকের অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সেখানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি বাজেয়াপ্ত করার পর, অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলেও উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
১৯ মার্চ, দীর্ঘ ৩৭ ঘণ্টার টানটান নাটকের পর গ্রেফতার করা হয় অয়ন শীলকে। ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিসের নথি থেকে পাওয়া তথ্য ও দুই দফতরের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। ইডি সূত্রে দাবি, আগামী দিনে বিভিন্ন পুরসভার চেয়ারম্য়ানদেরও তলব করা হতে পারে। এই প্রেক্ষাপটেই সিউড়ি পুরসভাকে চিঠি পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। মূলত ২০১২ ও ২০১৭ সালের নিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা