সন্দীপ সরকার, অনির্বাণ বাগচী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, বহরমপুর : পঞ্চায়েত ভোটে তৃণমূলের (TMC) প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে, ফের বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে (Murshidabad)। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই অশান্তি চরমে ওঠে। মারধর থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। অশান্তির এই আবহে, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
হাতাহাতি, ধাক্কাধাক্কি, থেকে চেয়ার ছোড়াছুড়ি। তুমুল চিৎকার। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সামনেই চরম বিশৃঙ্খলা। ব্য়ালট বাক্স ঘিরে তৃণমূল কর্মীদের বচসা। শনিবারের পর, রবিবারও পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ঘিরে বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই চরমে ওঠে অশান্তি। এক বুথে অশান্তি থামতেই, তা ছড়িয়ে পড়ে অন্য বুথে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে।
রেজিনগর বিধানসভার অন্তর্গত রামপাড়া এক ও রামপাড়া দুই নম্বর বুথ থেকে অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে, কোথাও ভোট বন্ধ করে দিতে হয়। কোথাও আবার ভোট বয়কট করেন তৃণমূলের কর্মীরাই। যখন, এই অশান্তি চলছে, তখন পাশের তাঁবুতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়ার বার্তার পরও, ভোটাভুটি নিয়ে অশান্তির এই আবহেই, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, '১০ শতাংশ এমনও রয়েছে যারা চাইবে যে ভাই এই প্রার্থী আমাদের পছন্দ নয়। একে কোন ভাবে জিততে দেওয়া যাবে না। তাহলে একটা গোজ প্রার্থী গুঁজে দিই। অনেকে ভাবতেই পারে যে আম চিহ্ন, কলা চিহ্ন, গাছ চিহ্ন, হাত চিহ্ন, বেগুন ছিন্ন, নৌকা চিহ্ন, বিভিন্ন চিহ্ন আছে। আমি দাঁড়িয়ে যাব, নির্দল হয়ে জিতব, তারপর আবার তৃণমূলে ঢুকে যাব, কোনও একটা দাদা বা দিদির পা ধরে। তৃণমূলের জন্য আজীবন আপনার দরজা বন্ধ।' পাশাপাশি যারা ভোট দিতে পারেননি তাঁদেরকে নামের তালিকা সরাসরি তাঁর কাছে দেওয়ার বার্তাও দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন- শুধুই বাজেট তৈরি নয়, পোষ্যকে আদরও ট্রেডমিলেই, আদুরে চারপেয়ের সঙ্গে ঘাম ঝরালেন মমতা
কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদার পর মুর্শিদাবাদেও, তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অশান্তি চরমে উঠেছে। যারপরই অভিষেকের কড়া হুঁশিয়ারি, 'দল যাকে সিম্বল দেবে বা প্রার্থী করবে, আপনার ভালোলাগুক মন্দজ লাগুক, আপনি যদি দলীয় শৃঙ্খলা মেনে আগামীদিনে কাজ করতে চান, কাঁধে করে, ঘাড়ে করে নিয়ে বৈতরণী পার করতে হবে।' যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'তৃণমূল দুষ্কৃতীদের পার্টি, যারা দলের ভোট নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা পঞ্চায়েত ভোট কীকরে নিয়ন্ত্রণ করবে?'
আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে?