রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইছে সবাই, মনসুর ফকির ঘুরে ঘুরে তাল দিচ্ছেন। মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো ফকিরকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে সুরেলা হরিধ্বনি। এদিন লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের! প্রভাতফেরীর মধ্যে দিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) শহরে এই প্রথম শুরু হল বাউল-ফকির উৎসব। ঐতিহাসিক পার্কের আমবাগানে বসেছে লোকগানের আসর। 


ভরা চৈত্রে আকাশ ছেঁচে নেমে আসা শান্তিজলে ভিজে গেছে রাস্তা। লোকগানের ছন্দে সেই ভিজে রাস্তা ধরে এগিয়ে চলেছে শোভাযাত্রা সামনের সারিতে ফেস্টুনে বড় বড় করে লেখা লালন সাঁইয়ের গানের কলি। “এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিনদু মুসলমান বৌদ্ধ খৃষ্টান  জাতি গোত্র নাহি রবে” রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার কাজিপাড়ায় অশান্তির ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখন শিবপুর থেকে ২২৩ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ শহরে দেখা গেল এই দৃশ্য নবাবের শহরে নিতাই চাঁদের বাজার, গৌরচাঁদের দরবার। দোতারা, শ্রীখোলের যুগলবন্দি। বাউল-ফকিরের সুর সব মিলেমিশে একাকার। এই প্রথম সেখানে শুরু হল দুদিনের ভাগিরথী বাউল ফকির উৎসব। ঐতিহাসিক দক্ষিণ দরজার অদূরে সিংভি হাইস্কুলের সামনে থেকে প্রভাতফেরীর মাধ্যমে হল তার সূচনা। 


অভিনেতা বাদশা মৈত্র জানিয়েছেন, আমরা এটার আয়োজন করেছি। মানুষের অংশগ্রহণ আমাদের উৎসাহ দিচ্ছে। মেঠো সুরে গলা মিলিয়ে পথ হাঁটলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বাউল ফকিররা।  মুর্শিদাবাদ (Murshidabad) শহরের ঐতিহ্যবাহী টাঙ্গা গাড়িতেও শিল্পীদের নিয়ে যাওয়া হয়। 
 
লোকশিল্পী মনসুর ফকিরের কথায়, নবাবের শহরে এমন অনুষ্ঠান এই প্রথম। প্রতি বছর হোক। মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্কের আমবাগানে দুদিনব্যাপী লোকগানের আসর। অশান্ত সময়ে মানুষের মিলনমেলা হয়ে উঠুক ভাগীরথী বাউল ফকির উৎসব, উদ্যোক্তা থেকে শিল্পী, সবার এটাই প্রার্থনা।


Kকিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা উপলক্ষ্যে ভক্ত সমাগম হয়েছিল। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের উদ্দেশে ট্যুইটারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথিতে শুরু হল মতুয়া ধর্ম মেলা। দূর-দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। পুণ্যলাভের উদ্দেশ্যে সকালে কামনা সাগরে স্নান করেন মতুয়ারা।


আরও পড়ুন: Udayan Guha: উদয়নের বিরুদ্ধে মন্তব্য, ভাগ্নি উজ্জয়িনী রায়কে আইনি নোটিস মন্ত্রীর ছেলে