রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গড়ল কংগ্রেস, বিজেপি, আরএসপি। মুর্শিদাবাদের সুতি ২ ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে বোর্ড গঠন বিরোধীদের। কংগ্রেসের জয়ী প্রার্থী প্রধান ও বিজেপির জয়ী প্রার্থী হয়েছেন উপপ্রধান। এই নিয়ে জেলা স্তরে দুই দলের নেতৃত্বের কোনও মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে তৃণমূলের বিরুদ্ধে জোট গড়ে তাঁরা স্বেচ্ছায় বোর্ড গঠন করেছেন বলেই দাবি।

প্রসঙ্গত, এই পঞ্চায়েতে মোট আসন ২৫, তারমধ্যে ১০ আসনে জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৭টি আসন, কংগ্রেসের দখলে ৫টি আসন, আরএসপি জিতেছে ২টি আসনে। ১টি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। প্রধান হয়েছেন কংগ্রেসের (Congress) আলমিরা খাতুন, উপপ্রধান হয়েছে বিজেপি’র (BJP) রিঙ্কু দাস। দু'জনই জানিয়েছেন, শাসকদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বোর্ড গঠন করেছেন বলেই জানান তাঁরা। 

এদিকে, দিকে দিকে যখন পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে অন্য দল থেকে তৃণমূলে নাম লেখানোর হিড়িক পড়ে গেছে, সেই সময় কৃষ্ণনগরে দেখা গেল অন্য ছবি। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট।

২২টি আসনের রুইপুকুর পঞ্চায়েতে ১৩টি আসনে জিতেছিল তৃণমূল, বিজোপি ৭টি ও সিপিএম ২টি আসনে জয়লাভ করে। তৃণমূলের একজন সদস্যের মৃত্যু হওয়ায় সদস্যসংখ্যা কমে হয় ১২। ফলে, সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূলই। কিন্তু, আজ ভোটাভুটির সময় তৃণমূলের ২ জন এবং সিপিএম-এর ২ জন বিজেপি-কে সমর্থন করে। ফলে, তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১০টি, বিরোধী পক্ষে ভোট পড়ে ১১টি। ফলে, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাত থেকে বোর্ড ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট।

                                                                                                                           

আরও পড়ুন- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষককে তলব !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial