রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাতসকালে ভাগীরথীতে (Bhagirathi) ভেসে উঠল লাশ। গত তিনদিন ধরে নিখোঁজ (Missing) কিশোরের মৃতদেহ বলে অনুমান স্থানীয়দের। গত ১৫ অগাস্ট থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে যিনি কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করিয়েছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ। পুলিশ (Police) অভিযুক্ত (Accused) ও ওই কিশোরের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।


কীভাবে দেখা মিলল মৃতদেহের?


বুধবার সকালে নির্মীয়মান ভাগীরথীর উপর সেতুর কাছেই এক মহিলা মৃত দেহটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনকে খবর দেন ।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।।  যে জায়গা থেকে ওই কিশোরকে ভাগীরথীর জলে ফেলা হয়েছিল বলে অভিযোগ ছিল তার থেকে ৫০০ মিটার দূরে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।  উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগের রাত থেকে  এলাকারই এক কিশোর  নিখোঁজ রয়েছে।  তাকে খুন করার অভিযোগ ওঠে  রিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে।   ওই ব্যক্তি ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এলাকাবাসী  প্রাথমিকভাবে  শনাক্ত  করতে পেরেছে  ওই লাশ নিখোঁজ কিশোরেরই। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে গিয়েছে।


পাঁশকুড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার


কিছুদিন আগে রাজ্যের অন্য প্রান্তে পাঁশকুড়ায় একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক তমলুক ব্লকের রাজনগর এলাকার সন্তোষ বর্মন, যার আনুমানিক বয়স ২৯ বছর।


আরও পড়ুন: "এখনই বাবার নামে করে দিন", একাংশ তৃণমূল নেতার সন্তানদের উদ্দেশে 'সতর্কবার্তা' সুকান্তর !


পুলিশ সূত্রে খবর, পাঁশকুড়ার সবুজ সাথী গেস্ট হাউস থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তবে কী কারণে মৃত্যু এখনও পরিষ্কার নয়। পাঁশকুড়া থানার পুলিশ গেলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের দাবি, কী কারণে এই মৃত্যু ? তার রহস্য উদঘাটন করতে হবে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী‌। ঘটনাস্থল থেকে হোটেল মালিককে আটক করেছে পুলিশ। মূলত নিরাপত্তা নিয়ে এবার আরও বেশি করে প্রশ্ন উঠেছে। এক সঙ্গে কী পুরোনো কিছু ইস্যু জড়িয়ে আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।