রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যালের (Murshidabad Medical College) চিকিৎসকের রহস্যমৃত্যুতে খুনের অভিযোগে FIR দায়ের। চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। 

খুনের অভিযোগে FIR দায়ের: ২৫ জুন বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় বর্তমান শ্বশুরবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় চিকিৎসক অনির্বাণ দত্তের। প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় দায়ের হয় এফআইআর। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্য়ায়। মৃত্যু নিয়ে তদন্তের দাবি জানান তিনি। মৃত চিকিৎসকের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে ১১জনের বিরুদ্ধে FIR দায়েক করা হয়েছে। FIR- এর তালিকায় নাম রয়েছে চিকিৎসক অনির্বাণ দত্তের বর্তমান স্ত্রী, শ্বশুর, শাশুড়িরও। সেই অভিযোগের ভিত্তিতে মৃত চিকিৎসকের স্ত্রী ডা. অর্চিতা বন্দ্যোপাধ্যায়, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করল বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় তদন্তকারী পুলিশ অফিসাররা প্রয়াত চিকিৎসকের শ্বশুরবাড়িতে গিয়ে প্রায় দেড় ঘণ্টা ঘরে জিজ্ঞাসাবাদ করেন। আগামীকাল FIR-এ নাম থাকা বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুর থানায় ডেকে পাঠানো হয়েছে। অনির্বাণ দত্তের শ্বশুর শান্তব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশি জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেন। 


কেন দানা বাঁধছে রহস্য?


এর আগে অনির্বাণের শ্বশুর দাবি করেন,  তাঁদের বাড়িতেই অচৈতন্য় অবস্থায় দেখা যায় অনির্বাণকে। ওই অবস্থায় ওইদিন নিকটবর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে স্থানীয় হোমিওপ্য়াথি চিকিৎসকের ইস্য়ু করা ডেথ সার্টিফিকেটে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে চিকিৎসক অনির্বাণ দত্তর। দুপুরে তড়িঘড়ি শেষকৃত্য় করা হয় চিকিৎসক অনির্বাণ দত্তর। চিকিৎসকের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রহস্য়জনকভাবে মৃত্য়ুর পর তাঁর একমাত্র ছেলেকে শেষকৃত্যের সুযোগটুকু দেওয়া হয়নি। চিকিৎসকের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন, অ্য়াসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। কেন ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি শেষকৃত্য় করা হল, সেই প্রশ্ন তুলেছে তারা। চিকিৎসকদের আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব হয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে তারা।                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: WB Dengue Update: ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত, মালদায় এক সপ্তাহে আক্রান্ত ১৫ পার