পূর্ণেন্দু সিংহ, বাকুড়া: কুকুর বা অন্য পশুর আক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেলেও শুয়োরের কামড়ে (Pig bite) কোনও মানুষের মৃত্যুর খবর এখনও পর্যন্ত মনে হয় কেউ শোনেননি। এবার অদ্ভুত সেই ঘটনাটির খবর পাওয়া গেল বাঁকুড়া (Bankura) জেলায়। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায়। মৃত সহায়সম্বলঙীন ওই বৃদ্ধার নাম করুণা কর্মাকার। বয়স ৮৪ বছর।
আরও পড়ুন: Calcutta HC: কোথায় 'ঘনা', শুয়োর নিখোঁজ মামলায় পুলিশি তদন্তে খুশি নয় কলকাতা হাইকোর্ট
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাজার এলাকায় অবস্থিত বাড়িতে একাই থাকতেন শারীরিকভাবে অসূস্থ বৃদ্ধা করুণা কর্মকার। মূলতঃ পাড়ার লোকেরা তাঁর দেখাশোনা করলেও তাঁর ছেলে ও মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন। বৃহস্পতিবার অসুস্থ ওই বৃদ্ধার শুয়োরের কামড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। অচৈতন্য অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত। এপ্রসঙ্গে তিনি বলেন, এই এলাকাটি 'শুয়োরের আখড়ায় পরিণত হয়েছে, লালবাজারের প্রতিটা গলিতেই শুয়োরের অবাদ বিচরণ। তবে যে ঘটনা আগে কখনও হয়নি এবার সেটাই হল। শুয়োরের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হল। এই এলাকায় অবৈধভাবে শুয়োর চাষের জন্যই সমস্যা বাড়ছে। অবৈধ শুয়োর চাষ বন্ধ করার জন্য পুরসভার সভার তরফে একাধিকবার এবিষয়ে মাইকিং করা হয়েছে. তবে পরিকাঠামোর অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এবার বোর্ড মিটিং এই বিষয়ে আলোচনা হবে। এক্ষেত্রে পুরসভার যথেষ্ট দায়িত্ব রয়েছে বলেও তিনি জানান।
এদিকে শুয়োরের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে এলাকায় শুয়োর চাষের উপর নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দাবি তুলেছে অবৈধ শোয়ার চাষ বন্ধেরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Arpita Mukherjee: এবার অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দফতর, 'এতদিন পর ঘুম ভাঙল'? প্রশ্ন সব মহল থেকেই