কোটা : দেশের অন্যতম সেরা শিক্ষা-হাব রাজস্থানের কোটায় (Rajasthan Kota) আত্মঘাতী আরও এক ছাত্র। এবার পশ্চিমবঙ্গের এক ছাত্র আত্মঘাতী (Suicide) হয়েছে বলে জানা গেছে। এবছর এই শহরে এনিয়ে ২৮ জন ছাত্র আত্মঘাতী হল। প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) প্রস্তুতি নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফি বছর বহু ছাত্র-ছাত্রী আসে মরুরাজ্যের এই শহরে।
ফরিদ হুসেন নামে ২০ বছরের ওই ছাত্র NEET-এর প্রস্তুতি (NEET Preparation) নিতে গিয়েছিল সেখানে। শহরের ওয়াকফ নগর এলাকায় ভাড়াবাড়িতে থাকত। গত সন্ধেয় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে আরও কিছু ছাত্র বসবাস করে। তারা পুলিশকে জানিয়েছে, আনুমানিক বিকাল ৪টে নাগাদ তাকে তার শেষবার দেখেছিল। সন্ধে ৭টার সময়ও যখন সে ঘর থেকে না বেরোয়, তাদের ফোনেরও জবাব দেয়নি, তখন তারা সতর্ক হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে বিষয়টি পুলিশকে ফোনে জানান বাড়ির মালিক।
ঘটনার কথা তাঁর পরিবারকে জানিয়েছে পুলিশ এবং ওই ছাত্রের মৃত্যুর কারণ খুঁজছে। যদিও পুলিশ সূত্রের খবর, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গত বছর থেকে কোটায় থাকছিল ওই ছাত্র। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের বাবা-মা পৌঁছনোর পর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। তারপর তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
রাজস্থানের কোটা। দেশের অন্যতম শিক্ষাক্ষেত্র। যেখানে NEET, IIT ও JEE-র সেরা কোচিং ইন্সটিটিউটগুলি রয়েছে। সেখানে এবছর একের পর এক ছাত্র আত্মহত্যার ঘটনা দেখা যাচ্ছে। বিষয়টি এমন জায়গায় পৌঁছে গেছে যে, স্থানীয় প্রশাসনের তরফে সেখানকার কোচিং সেন্টারগুলিতে অ্যান্টি-হ্যাঙ্গিং ডিভাইস ইনস্টল করতে বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী আগামী দুই মাস যাতে কোনও পরীক্ষা না নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের, সেই নির্দেশিকাও প্রতিষ্ঠানগুলিকে দিয়েছে প্রশাসন।
এদিকে কোটায় একের পর এক আত্মহত্যার ঘটনার জেরে ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিযোগিতার এই বাজারে প্রচণ্ড চাপ থেকে এই পথ অনেকে বেছে নিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে প্রতিষ্ঠানগুলিকে গতবারই ছাত্রদের চাপমুক্ত রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন ; অল্প বয়সেই UPSC-তে বাজিমাত, সাফল্যের নেপথ্যে ঠিক কী? টিপস IAS অফিসার শিবানীর