রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে বিডিও অফিসের (BDO Office) মধ্যেই মহিলা স্কুল পরিদর্শককে (SI) মারধরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল পরিদর্শক। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা-নেত্রীরা।                                                                                           

  


মহিলা স্কুল পরিদর্শককে মারধরের অভিযোগ: বিডিও অফিসে হুলস্থূল। শিক্ষা দফতরের স্পোর্টস কমিটির বৈঠকে  মহিলা স্কুল পরিদর্শককে মারধরের অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধ। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিডিও অফিসে। 


কী বলেছেন অভিযোগকারিণী?


মহিলা স্কুল পরিদর্শকের দাবি, গতকাল সামশেরগঞ্জ বিডিও অফিসে বৈঠক চলাকালীন, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী আনোয়ারা বেগমের সামনেই তাঁকে হেনস্থা, মারধর ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমানারা খাতুন, কৃষি কর্মাধ্যক্ষ আসিকুল ইসলাম, পঞ্চায়েত সদস্যা শামিমা খাতুন-সহ ৫ জনের বিরুদ্ধে সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা স্কুল পরিদর্শক। বৈঠকের ভিডিও তোলায় সতর্ক করা হয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষা কর্মাধ্যক্ষ।                                                                                                            


এদিকে তুকতাকের অভিযোগে দুই মহিলাকে গণপিটুনি দিলেন স্থানীয়রা। মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, রাস্তায় প্রায়ই পড়ে থাকত জবা ফুল, ধূপকাঠি। ওই দুই মহিলা তুকতাক করতেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। অভিযোগ, তার জেরে গতকাল রাতে দুই মহিলাকে গণপিটুনি দেন স্থানীয়রা।পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। 


আরও পড়ুন: Dilip Ghosh:"মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআইয়ের ভয়ে কাঁপছে'' কটাক্ষ দিলীপের