রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা, বানচাল বিএসএফের। জলঙ্গিতে বিএসএফের হাতে পাকড়াও যুবক, উদ্ধার ৪টি সোনার বিস্কুট। বানচাল পাচারের চেষ্টা, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ লক্ষ টাকার সোনা। 


আবারও সীমান্ত থেকে সোনা উদ্ধার। অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে, বিএসএফের হাতে পাকড়াও সোনা সহ পাচারকারী। এই ঘটনা ঘটে  ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গীর ফরাজীপাড়া এক নম্বর বিওপি পয়েন্টে। বিএসএফ সূত্রে জানা যায়, সূত্রের ভিত্তিতে তল্লাশি চলাকালীন গতকাল অর্থাৎ সোমবার বাইকে চেপে ফরাজীপাড়া চর থেকে বিওপি পয়েন্ট পার হওয়ার সময় চেকিং পয়েন্টে যুবকের আচরণে সন্দেহ হয়। তল্লাশি করতেই পায়ের জুতোর ভেতর থেকে দুটো দুটো করে চারটে সোনার বিস্কুট উদ্ধার করা হয়। আরও তল্লাশি চালিয়ে , তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভারতীয় ৭৪০ টাকা, তার কাছে ডকুমেন্টস উদ্ধার করেন। আরও জানা যায়, বাংলাদেশ থেকে সোনা ভারতে পার করার সময় তা ভেস্তে দিয়েছে সীমান্তের বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর যুবকের নাম জানা যায়, আমিনুল মোল্লা, উদয় নগর চর কলোনির বাসিন্দা কিছু টাকার বিনিময়ে পারাপারের কাজে যুক্ত ছিলেন তিনি এমনটা জানা গিয়েছে।


আরও পড়ুন, RG কর মামলার আজ 'সুপ্রিম' শুনানি, আদালতে কী কী জমা দিতে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?


চলতি বছরের জুলাই মাসেও অভিনব পদ্ধতিতে পাচার করেও শেষ রক্ষা হয়নি। মুরগির গাড়িতে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ে গিয়েছিল চালক।  ঘটনাটি ঘটেছিল সাঁকরাইল এর ধূলাগড় টোল প্লাজায়। গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ভোর সাড়ে চারটে নাগাদ একটি মুরগির ভর্তি ভ্যানকে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধূলাগড় টোল প্লাজায় দাঁড় করিয়েছিল। ওই ভ্যানে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে ৯৯ প্যাকেট গাঁজা উদ্ধার করেছিল। মোট গাঁজার ওজন ২৩৫ কেজি। এই ঘটনায় পুলিশ ওই ভ্যান এর চালক ইলিয়াস মণ্ডলকে গ্রেফতার করেছিল। অপরদিকে, মালদার ইংরেজবাজারে মাদক পাচারের ছকও বানচাল করেছিল পুলিশ। ৫০০ গ্রাম ব্রাউন সুগার- সহ গ্রেফতার ২ মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গৌর কন্য়া বাস স্ট্য়ান্ড এলাকায় অভিযান চালিয়েছিল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য় প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত দু'জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।