রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নেতাজির জন্মদিনে (Netaji's Birth Anniversary)উত্তেজনা ইসলামপুর (Islampur)। নেতাজি মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে।
নেতাজির জন্মদিনে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের উপর 'হামলা'
ফরওয়ার্ড ব্লক জেলা সভাপতি বিভাষ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে যাওয়ার সময় রানীনগর ১ তৃণমূল ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে ইসমামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত, সময়টা গতবছরের শেষের দিক। খড়গপুর, মেদিনীপুরের পর পূর্ব বর্ধমানের কালনায় (Kalna ) ফের প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব। শাসকদলের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেন তৃণমূলেরই (TMC) কাউন্সিলররা।
চেয়ারম্য়ানের অপসারণের দাবি
পঞ্চায়েত ভোটের আগে, আবার, এক তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন তাঁরই দলের কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান আনন্দ দত্ত। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনা করা হচ্ছে। এনিয়ে দলীয় নেতৃত্বকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এবার, চেয়ারম্য়ানের অপসারণের দাবি তুলে ক্ষোভ উগরে দিলেন, কালনা পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর। বিক্ষুব্ধদের অন্যতম তথা কালনা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চৌধুরী বলেছেন, 'প্রায় ৯ মাস-১০ মাস কালনা পুরসভার কোনও উন্নতি হচ্ছে না। চেয়ারম্য়ান সহযোগিতা করছেন না। আমরা কেউ দলের বিরুদ্ধে না। আমরা চেয়ারম্য়ানের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে কাজ করছেন। দলকে আগেও জানিয়েছি। কোনও ব্য়বস্থা নেয়নি। ইমিডিয়েট ওকে সরানো হোক, নাহলে বৃহত্তর আন্দোলনে যাব।'
আরও পড়ুন, 'RSS-র আইডিওলজিতে বিশ্বাসই করতেন না নেতাজি', প্রতিক্রিয়া কুণালের
প্রকাশ্যে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব
এর আগে, ২১ ডিসেম্বর, তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্য়ান, প্রদীপ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন, ১৮ জন তৃণমূল কাউন্সিলর। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে চিঠিও পাঠান, কাউন্সিলরদের একাংশ। এরপর, শীর্ষ নেতৃত্বের নির্দেশে, ইস্তফা দিতে হয় চেয়ারম্য়ানকে। তৃণমূল পরিচালিত, মেদিনীপুর পুরসভার চেয়ারম্য়ান সৌমেন খানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে চিঠি লিখলেন, তাঁরই দলের ১১ জন কাউন্সিলর। দিদির দূতেও এবার তৃণমূলের কোন্দল! (TMC Clash) দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির আলাদা আলাদা কর্মসূচিতে যোগ দিতে হল কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghosh Dastidar)। সাংসদের সামনেই বচসায় জড়াল দুই গোষ্ঠী। বিক্ষোভের মুখে দরজা বন্ধ করে বৈঠক করতে হল তৃণমূল সাংসদকে। গোষ্ঠীকোন্দল নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি (BJP)।