মনোজ, মুর্শিদাবাদ: মৃতদেহ (Dead body)উত্তেজনা উদ্ধার ঘিরে মুর্শিদাবাদে (Murshidabad)। রঘুনাথগঞ্জ থানার কাঁকুরিয়া গ্রামের বাবুদের বাগান থেকে রজব শেখ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রজব শেখের এক বন্ধুকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ (Police)।


বুধবার সকালে পরিবারের লোকজনের কাছে তাঁর বন্ধুদেরই ফোন আসে, পরবর্তীতে মৃতদেহ উদ্ধার  


পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মহরমের উদ্দেশ্যেই বাড়ি ফেরে রজব শেখ কাকুরিয়ার বাসিন্দা। তারপরেই তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় মঙ্গলবার দুপুর থেকেই তারপর থেকেই কোনওরকম খোঁজ পাওয়া যায় না রজব শেখের। বুধবার সকালে পরিবারের লোকজনের কাছে তাঁর বন্ধুদেরই ফোন আসে। দেখা যায় রজব শেখের মৃতদেহ বাগানে পড়ে আছে। পরবর্তীতে পরিবারের লোকজন মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসে। তাঁদের প্রাথমিক অনুমান, রজব শেখকে কোনওভাবে মেরে ফেলা হয়েছে। তদন্ত নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রজব শেখের এক বন্ধুকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে মুর্শিদাবাদে এই ঘটনা প্রথম নয়।


মুর্শিদাবাদের নওদা থানার ডাকাতিপোতা এলাকাতে একটি নৃশংস ঘটনা ঘটে


আগেও এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে।মুর্শিদাবাদের নওদা থানার ডাকাতিপোতা এলাকাতে একটি নৃশংস ঘটনা ঘটে।  সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাটের জমিতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে তাঁরা দেখেন, ওই ব্যক্তির কাটা মাথাটি একটি পলিথিনের ব্যাগে ঢোকানো অবস্থায় পাশে পড়ে রয়েছে। দ্রুত এলাকায় ছড়িয়ে গলাকাটা মৃতদেহ পড়ে থাকার খবরে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা, নওদা থানার পুলিশকে খবর দেয় । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং  ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠায়। 


আরও পড়ুন,'এই সব চুনোপুঁটি'-কে নয়, 'যার নির্দেশে এই কমিটি, তাঁকে গ্রেফতার করতে হবে', বিস্ফোরক বিকাশরঞ্জন


রাজ্যের একের পর এক খুনের ঘটনা বেড়েই চলেছে


প্রসঙ্গত, রাজ্যের একের পর এক খুনের ঘটনা বেড়েই চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখন দিন বা রাত কোনও নির্দিষ্ট সময় বেছে নিয়ে নয়, দিনে দুপুরেও খুন করা হচ্ছে বাংলার একাধিক জেলায়। যদিও এই হত্যার অনেকটা সংখ্যা জুড়েই আছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা। যদিও একুশের ভোটের আগে এর আগে রাজনৈতিক যোগ রয়েছে। তা শালবনী হোক কিংবা জগদ্দল। একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রশাসন আগের থেকে কড়া হলেও হত্যাকাণ্ডে যবনিকা টানা যায়নি।