রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: স্কুলে নিয়োগ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল, একশো দিনের কাজ, প্রায় বছরখানেক ধরে রাজ্যজুড়ে অন্যতম ইস্যু দুর্নীতি। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সেসবেরই কী প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে? সম্প্রতি ৫০ হাজারেরও বেশি ভোটে জেতা, মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি উপনির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। ২২ হাজার ৯৮০ ভোটে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ আনল কংগ্রেস।
'সাগরদিঘিতে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা', এই অভিযোগে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের সঙ্গে আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাধিক নেতা। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী জয়ী হওয়ায়, বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের টাকা। এই অভিযোগে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের অভিযোগ, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল হারার পর থেকেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের টাকা। এই নিয়ে প্রশাসন অথবা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রসঙ্গত, সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে বড় ব্য়বধানে হেরেছে তৃণমূল। তৃণমূলের বৈঠকেও সেই প্রসঙ্গ ওঠে। এনিয়ে দলের সাংসদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য় করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, সাগরদিঘিতে হারের আবহে, এদিন তৃণমূলের সংখ্য়ালঘু সেলে রদবদল হয়েছে। বেশ কিছু বদলি হয়েছে প্রশাসনিক স্তরেও। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সংখ্য়ালঘু ভোটাররা কি তাহলে তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছেন? পঞ্চায়েত ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে উদ্বেগের কারণ হতে চলেছে? তৃণমূল সূত্রে দাবি, এদিন কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সংখ্যালঘুরা আমাদের সঙ্গেই আছেন। ভোট কমেনি। সাগরদিঘিতে আমাদের যে হার হয়েছে, তা দুর্বলতার কারণে।
আরও পড়ুন, খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন
এদিকে, মুর্শিদাবাদে তৃণমূল ও বিজেপিতে বড় ভাঙন ধরিয়েছে কংগ্রেস। জলঙ্গি, লালবাগ, ডোমকল , রেজিনগরের এক হাজার তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। একই পথে হেঁটেছেন বিজেপি সমর্থিত ৫০টি পরিবারের সদস্যরাও।