বহরমপুর: শনি থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বেগে আছড়ে পড়তে পারে ঝড়ও। আশেপাশের এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। তবে শুক্রবার দুর্যোগের তেমন সম্ভাবনা নেই মুর্শিদাবাদ। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


পর পর বৃষ্টির জেরে সম্প্রতি তাপমাত্রার পারদ নেমে আসে বেশ খানিকটা। তবে শুক্রবার আবারও পারদ চড়তে পারে মুর্শিদাবাদে।  কোথাও কোথাও ছিটোফোঁটা বৃষ্টি হতে পারে আজ। বেলার দিকে জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হবে। (Weather update) 


চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদল ঘটছে মুর্শিদাবাদ জেলায়। (Murshidabad Weather)। তবে পুরোদস্তুর বর্ষা এখনও নামেনি। এদিন ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়াও বইতে পারে আজ জেলায়। 


আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ। 


আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, ছিটেফোঁটা হতে পারে


আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে গরম দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 


শুক্রবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৩ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 


একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 


সর্বোচ্চ তাপমাত্রা- ৩৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস


বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৭৩ শতাংশ


সামগ্রিক আবহাওয়া- আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে


সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫০ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ১৭ মিনিট


আরও পড়ুন: Suvendu Adhikari: 'দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব', ডায়েরির পাতা পোস্ট করে দাবি শুভেন্দুর


রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।


তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।