শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলকর্মীর রহস্যমৃত্যু। রাস্তার ধারে উদ্ধার হল তৃণমূল কর্মী দুলাল বিশ্বাসের দেহ। গত কাল অর্থাৎ রবিবার রাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ফেরার পথে 'নিখোঁজ' হয়ে যান দুলাল, উঠে এল এমনই। গভীর রাতে রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে তৃণমূল। যদিও ব্যবসায়িক ঝামেলার কারণে খুন, বলে অনুমান করছে মৃতের পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, দাবি বিজেপির।
ভোট মিটলেও থামছে না মৃত্যুমিছিল...
ভোট গণনা শেষ হয়ে গেলেও, সন্ত্রাসের ছবিটা এখনও পাল্টাচ্ছে না রাজ্যে! কখনও শাসকদলের কর্মী কখনও বিজেপি কর্মী। ভোট পর্ব থেকেই একাধিক কর্মী মৃত্যু হয়েছে। পঞ্চায়েতের মনোনয়নপর্ব থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। ভোট মিটেছে প্রায় ১ মাস পার হতে চলল। কিন্তু, তারপরও ভোটের দিন সন্ত্রাসে জখমদের মৃত্যু মিছিল চলছেই। সম্প্রতি NRS হাসপাতালে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আরও এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সইবুর রহমান। হামলার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধেও। এতেই শেষ নয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে, বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানির অভিযোগ ওঠে। আবির ছোড়া নিয়ে বচসা জেরে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। অভিযোগ ওঠে, ছেলেকে বাঁচাতে গেলে, মাকে ধাক্কা মারা হয়। পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার। এই বিষ্ণপুরেই মৃত্যু হয় বিজেপির পরাজিত প্রার্থীর। প্রচারের সময়ে থেকে একাধিকবার, তাঁকে তৃণমূলের কর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গত শুক্রবার, মৃত্যু হয় বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। ভোটের দিন উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খুনের অভিযোগ পরিবারের। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে হেমতাবাদের বাঙালবাড়ি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে পাট খেতের পাশে গাছের নীচে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় নারায়ণ সরকারের দেহ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ আত্মহত্যার তত্ত্ব খাড়া করে দায় এড়ানোর চেষ্টা করছে।
সেই তালিকায় নয়া সংযোজন কি দুলাল বিশ্বাস? বলবে সময়।