SSC Protest Live Updates : যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা
Nabanna Abhijan: যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
LIVE

Background
১। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি।
২। নবান্নর সামনে ২ মানুষ উঁচু ব্যারিকেডের সামনে আটকাল মিছিল। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে RAF. গোলমাল হলে তৈরি জলকামান।
৩। মিছিলের আগে হাতে পায়ে প্রতীকী বেড়ি, কয়েদির পোশাক পরে প্রতিবাদে চাকরিহারারা।
৫। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩। মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪। গতকালই গ্রেফতার খুনের মাস্টারমাইন্ড মোফাজ্জল মোল্লা।
৫এ। তৃণমূল নেতা খুনে ধৃত আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান, রাজু মোল্লা। ধৃত আজহারের সঙ্গে সুসম্পর্ক ছিল মোফাজ্জেলের। বিজয়গঞ্জ বাজার দখলে খুনের ছক? উঠছে প্রশ্ন।
৬। শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার খেজুরি বন্ধে বিক্ষিপ্ত অশান্তি। বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুর। হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়ক ৪ ঘণ্টার জন্য অবরোধ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি। ধৃত ৯। খেজুরি বন্ধে অশান্তি
৭। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমা বাড়াল SSC. আজ বিকেল ৫টায় আবেদন জমার সময়সীমা শেষ নয়। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
৮এ। ১০ বছর পর ভোট। অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয়জয়কার। ময়ূরেশ্বরের ইটাহাট কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির ৯ আসনেই হার তৃণমূলের।
৯। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। তৈরি হতে পারে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
১০। এবার মহাকাশ ছেড়ে পৃথিবীতে ফেরার অপেক্ষা। আজ স্পেস স্টেশন ছেড়ে রওনা দিচ্ছেন শুভাংশুরা। মঙ্গলে প্রশান্ত মহাসাগরে অবতরণ।
আজ রওনা, কাল ফিরছেন শুভাংশুরা
SSC Protest Live Updates : সপ্তাহের শেষে ফের পথে নামার ডাক চাকরিহারাদের
সরকারের সঙ্গে আর কোনও রুদ্ধদ্বার বৈঠক নয়। সপ্তাহের শেষে ফের পথে নামার ডাক চাকরিহারাদের
Live Updates : মাকুদের জন্যেই অসম্পূর্ণ থেকে গেল আন্দোলন, মন্তব্য শুভেন্দুর
'আজ আবার অসম্পূর্ণ রয়ে গেল নবান্ন অভিযান'
'মাকুদের জন্যেই অসম্পূর্ণ থেকে গেল আন্দোলন'
ওদের বার করে দিন, হাওড়ার সভায় হুঙ্কার শুভেন্দুর






















