সুজিত মণ্ডল, শান্তিপুর  : আনন্দের সকালে শোকের পরিবেশ ! করা হল না জামাই আপ্যায়ন। তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। নদিয়ার (Nadia) শান্তিপুর থানা এলাকার কন্দ খোলা নতুন পাড়া এলাকার ঘটনা। মৃতের নাম অষ্টমী মজুমদার (৫৩)। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। 


কীভাবে মৃত্যু-


জামাইষষ্ঠী (Jamaisasthi) বলে কথা। মেয়ে ও জামাই আসবে বলে ঘরজুড়ে ছিল সাজসাজ রব। সকাল হতেই স্বামী বেরিয়ে পড়েছিলেন বাজার করতে। বেলা ১০টা নাগাদ টেবিল ফ্যান চালিয়ে ঘর পরিষ্কার করছিলেন অষ্টমীদেবী। সেই সময় টেবিল ফ্যানটি অসাবধানতাবশত তাঁর গায়ে পড়ে যায়। কিছুটা সময় পর স্বামী বাড়িতে এসে দেখেন, অষ্টমীদেবীর গায়ের উপরে টেবিল ফ্যানটি বিদ্যুৎ সংযোগ অবস্থায় পড়ে রয়েছে।


আরও পড়ুন ; জামাইষষ্ঠীর আবহে হুগলিতে হিট 'শাশুড়ি জিন্দাবাদ'


খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে এলাকার লোকজন। এরপর ওই মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই মহিলার হাতে বেশ কিছুটা অংশে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ার কারণে ঝলসে যাওয়ার চিহ্ন দেখা যায়। জামাইষষ্ঠীর সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।


বাজারে 'আগুন'-


আজ জামাইষষ্ঠী। তার আগে শনিবারের রাজ্যের বিভিন্ন জেলায় বাজার আক্ষরিক অর্থেই ছিল আগুন। বিশেষ করে কলকাতার (Kolkata News) গড়িয়াহাট বাজারে (Gariahat Market) ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে বাগদা চিংড়ির দাম। গলদা চিংড়ি বিক্রি হয়েছে ৬০০ থেকে ৮০০ টাকা দরে। আবার ছোট ভেটকি মাছ ৪০০ টাকা দরে। বড় ভেটকি ৬০০ টাকা দরে।


মাছের বাজারের মতো একই ভাবে ফলের বাজারও আগুন।