প্রদ্যোৎ সরকার, নদিয়া: ছিনতাই (Snatching) করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরাতে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) চাপড়ার শ্রীনগর এলাকায়।


ছিনতাই করতে গিয়ে আটক যুবক-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়াপ শ্রীনগর এলাকার বাসিন্দা তাপস সাহা একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থার ডিস্ট্রিবিউটার। তিনি জানাচ্ছেন, এদিন রাতে তিনি নিজের দোকানে বসে কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ এক যুবক দোকানে ঢুকে পড়ে। তার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। দোকানে ঢুকেই সে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। তাপস সাহার চিৎকারে আশেপাশের দোকানদাররা দৌড়ে আসেন। তাঁরা এসে ওই যুবককে ধরে ফেলেন। দ্রুত খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।


প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, ধৃত ওই যুবকের নাম বিষ্ণু ঘোষ। অভিযুক্তর বাড়ি নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে। সে একটি ফাইনান্স কোম্পানিতে কাজ করে। দীর্ঘদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল। এদিন দোকানে সে ছিনতাই করতে এসে থাকতে পারে। ছিনতাই করতে গিয়ে দোকানে লোক দেখেই সে এই কাণ্ড করে থাকতে পারে বলে অনুমান। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন - Nadia News: অন্ধকার পুকুরপাড়ে কলাগাছের ঝোপের আড়ালে কী ওটা? আতঙ্ক নদিয়ায়


অন্যদিকে, নদিয়ার নাকাশিপাড়ার মাঝের গ্রামে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক স্বর্ণ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, বেথুয়াডহরিতে সোনার দোকান বন্ধ করে রাত পৌনে ৯টা নাগাদ বাইকে চড়ে নিশ্চিন্তপুরের বাড়িতে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সাক্ষীগোপাল বিশ্বাস। অভিযোগ, সুলতানপুরে একটি কালভার্টের কাছে দুই দুষ্কৃতী ব্যবসায়ীকে গুলি করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।