নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে ১১ জন গ্রেফতার। ১১ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার। ভোট গণনার পরের দিন দেবব্রত মাইতির উপর হামলা। গত ১৩ মে হাসপাতালে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যু হয়। ঘটনায় শেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূলকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
উল্লেখ্য, ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে বেশ কয়েকবার নন্দীগ্রাম গিয়েছে সিবিআইয়ের একটি টিম । রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের তদন্তে ২ জেলায় এফআইআর (FIR) দায়ের হয়। নন্দীগ্রাম ও শীতলকুচির ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই।
গত ৪ অক্টোবর রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২ টি সিলকরা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের সিট-এর তিন সদস্য পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার ও সুমনবালা সাহু উপস্থিত হয়েছেন হাইকোর্টে।
উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তদন্ত শুরু হওয়ার পর জেলায় জেলায় তদন্তে গিয়েছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর নদিয়ার (Nadia) কোতোয়ালিতে ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুনে থেকে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই (CBI)। সিবিআইয়ের দাবি, ধৃতের ৪ দিনের ট্রানজিট রিমান্ড পুনে আদালতের। এই মামলায় ১০ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। অভিযুক্তদের মধ্যে হাজতে আছে ১২ জন।
গত ২০ সেপ্টেম্বর বীরভূমের মল্লারপুর জামিনে মুক্ত দুই তৃণমূল কর্মীকে আটক করল সিবিআই (CBI)। জামিনে থাকার পরও কেন আটক তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। অপরাধ করলে কেন ছাড় পাবে? পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।
আরও পড়ুন: প্রতি কিলো ৪০-৫০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।