কলকাতা: নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের। গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের।নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের। কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ। 


ডাক্তারির প্রবেশিকা NEET-এর প্রশ্ন ফাঁস


ডাক্তারির প্রবেশিকা NEET-এর প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক-সহ বেনজির দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহেই এবার, অনিয়মের আশঙ্কায় বাতিল করা হল UGC-র NET যার জেরে মঙ্গলবার নেওয়া পরীক্ষা, বাতিল করা হল ২৪ ঘণ্টার মধ্যে। যার জেরে ঝড় উঠেছে গোটা দেশে।হঠাৎই দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ও ভবিষ্য়ৎ, দুই N-এর ঝটকায় অন্ধকারে। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। NEET-এ কেলেঙ্কারি-অনিয়ম-দুর্নীতির মতো ভয়ঙ্কর সব অভিযোগ। আর এবার আরেক সর্বভারতীয় পরীক্ষা NET-এও বেনিয়মের আশঙ্কায়, পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই তা বাতিল করা হল। পরপর এই দুটি ঘটনা, পরীক্ষা ব্য়বস্থার ওপর ভারত জোড়া অসংখ্য় ছাত্র-ছাত্রীর যে আশা-ভরসা, তা মুহূর্তের মধ্য়ে নড়িয়ে দিয়েছে। ডাক্তারি পড়ার সুযোগ পেতে হলে সাড়ে তিন ঘণ্টার সর্বভারতীয় পরীক্ষায় বসতে হয়। নাম 'ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট', সংক্ষেপে এনইইটি বা ‘নিট’।


 


বেনজির দুর্নীতির অভিযোগ,দেশজুড়ে তোলপাড়


পরীক্ষা নেয় যে সংস্থা, তার নাম ন্য়াশনাল টেস্টিং এজেন্সি বা NTA। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে। হঠাৎ করে নম্বর বৃদ্ধি। একই সেন্টার থেকে প্রথমস্থান অধিকারী একাধিক পরীক্ষার্থী বিস্তর অভিযোগ। কান্নায় ভেঙে পড়া অসংখ্য় তরুণ-তরুণী। এই নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্য়েই এবার জানা গেল। হঠাৎই UGC-NET-ও বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।এই পরীক্ষায় পাস করে কলেজের অধ্য়াপক হওয়ার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ তরুণী। Phd করার ছাড়পত্র পায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্য়তা অর্জন করে। কিন্তু এহেন গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষাতেও স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় পরীক্ষা বাতিল করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।