সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ধৃত আইএস (IS) জঙ্গি মুসা ওরফে মহম্মদ মসিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। সূত্রের খবর, রাজ্যে এই প্রথম কোনও আইএস (IS) জঙ্গির শাস্তি হল। ওই জঙ্গিকে বুধবারই দোষী সাব্যস্ত করেছিল আদালত।  


তারপর শুক্রবার সাজাঘোষণা করা হল। এদিন আইএস জঙ্গি মুসা-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল নগর-দায়রা আদালতের এনআইএ (NIA) বিশেষ আদালত (Special Court) সূত্রের খবর, রাজ্যে প্রথমবার কোনও আইএস জঙ্গির শাস্তি ঘোষণা হল। এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ সাজাঘোষণা করার কথা জানান। 


কে এই মুসা:
মুসার আসল নাম মহম্মদ মসিউদ্দিন। ২০১৬ সালের জুলাইয়ে, তাঁকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে রেল পুলিশ ও সিআইডি (CID)।


কেন গ্রেফতার:
দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছিল মুসার বিরুদ্ধে। 


সিআইডি (CID) সূত্রে দাবি, আদতে বীরভূমের (Birbhum) লাভপুরের (Labhpur) বাসিন্দা হলেও, ধরা পড়ার আগে শেষ ৬ বছর ধরে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুপুরে থাকত মুসা। দীর্ঘ খোঁজাখুঁজি পর অবশেষে সন্ধান মেলে ওই জঙ্গির (terrorist)। তারপরে সিআইডির (CID) অভিযানে ধরা পড়ে আইএস জঙ্গি মুসা। ২০১৪ সালে জঙ্গি সংগঠন আইএস (IS)-এর এক হ্যান্ডলারের সঙ্গে প্রথম তার যোগাযোগ হয়। তারপর থেকে বেশ কিছু যুবককে জঙ্গি সংগঠন আইএস (IS)-এ যুক্ত করে সাজাপ্রাপ্ত জঙ্গি মুসা। মুসা গ্রেফতার হওয়ার পর তদন্তভার নেয় NIA। এরইমধ্যে মুসাকে জিজ্ঞাসাবাদ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-ও।


জেলেও দুর্ব্যবহার:
জেলে যাওয়ার পরও অবশ্য মুসার তেজ কমেনি। ২০১৭ সালে আলিপুর সেন্ট্রাল জেলে ওয়ার্ডেনকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০২০-তে এজলাসে বিচারকের দিকে জুতো ছুড়ে মারে সে। জুতো লাগে আইনজীবীর গায়ে। সূত্রের খবর, এহেন একাধিক কীর্তির জন্য শুক্রবার তাকে এজলাসে নিয়ে আসা হয়নি। ভার্চুয়ালি সাজা শুনিয়েছেন বিচারক। 


আরও পড়ুন: ঠিকাদারি করেই চলে সংসার, অভিষেকের বার্তার পর দলত্যাগ তৃণমূল নেতার