জয়দীপ হালদার, সাগর, দক্ষিণ ২৪ পরগনা: ভরা কটালে কার্যত নাজেহাল রাজ্যের উপকূল এলাকার বাসিন্দারা। কটালের জোয়ারে বিভিন্ন জেলা বাঁধ ভাঙার খবর মিলছে। এবার একই বিপদ দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাগরের (Sagar) বঙ্কিম নগরে। সেখানে হুগলি নদীর বাঁধ ভেঙেছে। গ্রামে ঢুকেছে নদীর জল। প্লাবিত হয়েছে বহু এলাকা। জলের তলায় চলে গিয়েছে চাষের জমি (Land)। এই সময় এমন ঘটনায় চাষের ভবিষ্যখ নিয়েও প্রবল দুশ্চিন্তায় উপকূলবর্তী এলাকায় বাসিন্দারা। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু কোনও এলাকায়। পূর্ণিমার কটালের জেরে জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধের একাধিক জায়গায় ফাটল ধরছে, আর তা থেকেই এমন বিপত্তি বলে স্থানীয়রা জানাচ্ছেন। 






মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ:
বাঁধ ভাঙা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। শুক্রবার সকালে বাঁধের ভাঙা অংশ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী (Sundarban Development Minister) ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সেই সময় প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। মন্ত্রীকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ কেন সময়ে মেরামত করা হয়নি তা নিয়ে প্রবল বচসা শুরু হয়। মন্ত্রীর সঙ্গে তর্ক বেঁধে যায় গ্রামবাসীদের একাংশের। মন্ত্রী দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিলে তখনকার মতো মিটে যায় বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে বেহাল হয়ে রয়েছে নদী বাঁধ। বারবার প্রশাসনকে জানিও কোনও কাজ হয়নি।


আরও পড়ুন: গতির বলি তরুণ, মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু