সন্দীপ সরকার, দীপক ঘোষ, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayet Election) ডাক্তারদের তৃণমূলের হয়ে হুইসপারিং ক্যাম্পেনের আর্জি নির্মল মাজির (Nirmal Maji)। তৃণমূলের (TMC) চিকিৎসক নেতার মন্তব্যে ফের জোর বিতর্ক তৈরি হয়েছে চিকিৎসক মহলে । মন্তব্যে সরব হয়েছেন বিরোধীরা । গরিব মানুষের কষ্টার্জিত টাকা লুঠ করে যারা তাদের কাঁপিয়ে দিন । বেসরকারি হাসপাতাল নিয়েও ঝাঁঝালো মন্তব্য় নির্মল মাজির (Nirmal Maji) । 


উলুবেড়িয়া (Uluberia) উত্তরে (North) তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক নির্মল মাজি বলেছেন, চেম্বারে হোক বা হাটেবাজারে, রোগীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রকল্পগুলি তুলে ধরুন চিকিৎসকবন্ধুরা তৃণমূল সরকারের ৭৩টি প্রকল্পের কথা একটু একটু বলুন ।


প্রশ্ন তুলেছে বিরোধীরা: দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayet Election) । তার আগে এবার, চিকিৎসকদের কার্যত প্রচারে সামিল হওয়ার আহ্বান জানালেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাজি। শনিবার ছিল তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের ডেন্টাল শাখার সপ্তম বার্ষিক সাধারণ সভা । এখানেই কার্যত ডাক্তারদের তৃণমূলের হয়ে হুইসপারিং ক্যাম্পেনের আর্জি জানালেন নির্মল মাজি। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । 


ঠিক কী বলছেন নির্মল মাজি? নির্মল মাজির বক্তব্য, যতই কুৎসা, অপপ্রচার হোক, ইতিবাচক কাজগুলি তুলে ধরুন । তাহলেই পঞ্চায়েত ভোটে বিপুল ভাবে তৃণমূল জয়লাভ করবে । পঞ্চায়েত ভোট সেমিফাইনাল, ফাইনাল খেলা ২০২৪-এ। আমাদের মেসি-মারাদোনা-পেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । লোকসভার ৪২টি আসন জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রধানমন্ত্রী করতে হবে। বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা নির্মল মাজির । 


নির্মল মাজি (Nirmal Maji) আরও বলেছেন, 'প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বললেন আমি নাকি ডন । আমার ভয়ে নাকি বহুজাতিক বাণিজ্যিক সংস্থার মালিকরা কাঁপে। হ্যাঁ। যে সব গরিব মানুষের রক্ত এবং ঘাম ভেজা উপার্জিত টাকা লুঠ করে যারা স্বাস্থ্য নিয়ে ব্যবসা করে সেখানে আমি বলি আপনার নার্সিংহোমের লাইসেন্সটা কেড়ে নেওয়া হবে।


তৃণমূল বিধায়ক নির্মল মাজির এই বক্তব্যের প্রেক্ষিতে পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন । বেসরকারি হাসপাতালে ICU এবং ভেন্টিলেশনে রোগীর যে চাপ থাকে, তাতে রোগী ফেলে রাখা যায় না । 


আরও পড়ুন: Sonarpur: ব্যাগ ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের, পুলিশে অভিযোগ জানাতে 'হয়রানি' দম্পতির