শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতেই এই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সোমবার তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কোচবিহারের বিজেপি সাংসদ।


বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে।' আর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বললেন, 'যদি আপনার বুকের পাটা থাকে, আপনি আসুন।' এভাবেই অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিশীথ।


কোন ঘটনায় তরজা:
গতবছর ২৪ ডিসেম্বর কোচবিহারের গীতালদহে বিসএসএফের গুলিতে মৃত্যু হয় বছর চব্বিশের রাজবংশী সম্প্রদায়ের যুবক প্রেম বর্মনের। সেই প্রসঙ্গই উঠে আসে অভিষেকের বক্তব্যে। কেন্দ্রীয় স্বরষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও ও অবস্থানের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আগামী ১৯ ফেব্রুয়ারি, অর্থাৎ পরের রবিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা অবধি, নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। এর জবাব দিতে হবে। স্পষ্ট করুক, কেন রাজবংশীদের ওপর অত্যাচার হবে।'


নিশীথের পাল্টা:
সোমবার নিশীথ প্রামাণিক বলেন, 'আমি বলছি, একবার নয়, উনি হাজারবার করতে পারেন। করুন। কিন্তু তাতে হবেটা কী। বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। আমার মন্ত্রালয়টা আমার অফিসটা দিল্লির নর্থব্লকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয়। আমার অফিস কিন্তু কোচবিহারে বা ভেটাগুড়িতে নয়। আপনি সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে বিশাল বড় নেতা হয়ে যাবেন।'


সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, 'বিএসএফের গুলিতে কত লোক মারা যাচ্ছে। কটা কেন্দ্রীয় দল গিয়েছে? রাজবংশী ছেলেটাকে কীভাবে গুলি করে মারা হয়েছে। বিএসএফের অত্যাচার চলছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না।'


সামনেই পঞ্চায়েত ভোট। কোচবিহার জেলায় ৩৪ শতাংশের কাছাকাছি রাজবংশী ভোট। ২০১৯ সালে এই জেলায় নির্বাচনে খুবই ভাল ফল করেছিল বিজেপি। এই বছরেই পঞ্চায়েত ভোট। আগামী বছরে লোকসভা নির্বাচন। এই আবহে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।


আরও পড়ুন: বিধায়কের গাড়িতে ধাক্কা! দুর্ঘটনার কবলে জাকির হোসেনের কনভয়