সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) টিটাগড়ে তৃণমূল কর্মীকে (Titagarh TMC Worker Murder) খুনের কিনারা। এই ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারি থেকে এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনের দাম মেটাতে না পারা নিয়ে বচসার জেরে খুন বলে দাবি পুলিশের।


কোন পথে কিনারা?
সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল খুনে অভিযুক্তদের। আর ২৪ ঘণ্টার মধ্যে টিটাগড়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায়, এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভরদুপুরে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আনোয়ার আলি। পুলিশ সূত্রে খবর, নির্মাণ ব্যবসায় যুক্ত থাকার পাশাপাশি, তিনি মোবাইল ফোন কেনাবেচার কারবারও করতেন। স্থানীয় বাসিন্দা মহম্মদ সানিকে তিনি বেশ কয়েকটি ফোন বিক্রি করেন। টাকা মেটাতে না পারায়, আনোয়ারের সঙ্গে সানির বিবাদ শুরু হয়। পুলিশের দাবি, শুক্রবার টাকা ফেরত দেওয়ার কথা বলে তৃণমূল কর্মী আনোয়ারকে ডেকে পাঠান সানির স্ত্রী শবনম বানু। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এরই মধ্যে স্কুটারে চড়ে হাজির হয় তিন দুষ্কৃতী। পুলিশের দাবি, কথা কাটাকাটি চলাকালীন এক দুষ্কৃতী তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বললেন, 'এদের মধ্যে অতীতে কোনও আর্থিক লেনদেন হয়েছিল। ৪ লক্ষ ৬২ হাজার টাকা পাওনা ছিল। খুনের আগে ওই ব্যক্তিকে সানির স্ত্রী ফোনে ডেকেছিলেন। ওখানে তৈরি ছিল। শ্যুট করে পালিয়ে যায়।' সিসি ক্য়ামেরার ফুটেজ দেখে খোঁজ শুরু করে টিটাগড় থানার পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি থেকে অভিযুক্ত দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল জানান, মেমারি থেকে ৩ জনকে ধরতে পেরেছি। আরও একজনের নাম পাওয়া গিয়েছেখুনে ব্যবহৃত স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 


কী ঘটেছিল?
টিটাগড়ে দিনদুপুরে শ্যুটআউট গুলিবিদ্ধ হয়ে খুন হন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় তাঁর। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তোলাবাজির বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। শাসকদলকে কটাক্ষ বিজেপির। পুলিশ  সূত্রে খবর, ঘটনায় উঠে আসছে সানি বলে একজনের নাম। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় গত কালই।


আরও পড়ুন:লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি