সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাবড়া পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর পচা গলা দেহ উদ্ধার হল অশোকনগরে। এর পিছনে কি রয়েছে কোনও রাজনৈতিক কারণ, নাকি ব্যাক্তিগত ঘটনা ? ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।


পুলিশের ধারণা, হতাশার জেরে আত্মহত্যার পথ বেছে নেয় রাজীব


হাবরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সরকারের স্বামী রাজীব সরকারের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। অশোকনগরের বনবনিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহের জেরে আলাদাই থাকছিলেন রাজীব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, রাজীব সরকার হতাশায় ভুগছিলেন মদ্যপানও করতেন। পুলিশের ধারণা, হতাশার জেরে আত্মহত্যার পথ বেছে নেয় রাজীব।অশোকনগর থানার অন্তর্গত বনবনিয়া মিলান সংঘ এলাকায় সোমবার দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। অশোকনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।মৃতের নাম রাজীব সরকার (৪৭)। তার স্ত্রীর নাম রুমকি সরকার হাবরা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।


কীভাবে মৃত্য়ু ?


স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভাড়া বাড়িতেই কাজ করছিল রাজমিস্ত্রির লোকজন হঠাৎই দুর্গন্ধ ভেসে আসে। তারপর জানলা খুলতে দেখা যায় পচা গলা মৃতদেহ তৎক্ষণাৎ রাজমিস্ত্রির লোকজন বাড়ির মালিক কে খবর দেয় তারপরই বাড়ির মালিক এসে অশোকনগর থানায় ফোন করে।পাশাপাশি অশোকনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। কিন্তু কীভাবে মারা গেল, এ বিষয়ে কিন্তু এখনও পরিষ্কারভাবে কোনও কিছু জানতে পারা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে বা পানীয়ের সঙ্গে কিছু খেয়ে আত্মঘাতী হয়েছে রাজীব। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।


'কোনও কিছু টের পাইনি'


বনবনিয়ায় যে বাড়িতে রাজীব থাকতেন মালিকের নাম সুমন সরকার। তারাও সেভাবে 'কোনও কিছু টের পাইনি' বলে জানান। হাবরা শহর কংগ্রেসের সভাপতি তথা হাবরা পৌরসভার উপ পৌরপ্রধান সিতাংশু দাস জানান, দীর্ঘদিন ধরেই এদের মধ্যে সাংসারিক অশান্তি চলছিল। তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক। অন্যদিকে হাবরার বিজেপি নেতা পার্থ প্রতিম সরকার মৃত্যুর ঘটনার তদন্ত চেয়েছেন। পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে বলেছেন, তৃণমূল নেতারা ইচ্ছে করলেই দুজনকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বের করতে পারত। কিন্তু সেদিকে তারা কোনও আগ্রহ দেখায়নি। সব মিলিয়ে কাউন্সিলরের স্বামী রহস্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে হাবরা এবং অশোকনগর জুড়ে।


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।