সমীরণ পাল, সঞ্চয়ন মিত্র ও মলয় চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করতে চলেছে বিজেপি। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতা। স্থানীয়দের নিয়েই সভা হবে বলে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী। শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে যাচ্ছে, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
রবিবার সন্দেশখালি ১ ব্লকের দক্ষিণ আখড়াতলায় সভা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুভেন্দু বলেছেন,' সন্দেশখালির লোক থাকবে। আমরা তো গাড়ি করে লোক আনব না। কোনও বাস তো আমরা পাব না। কারণ ব্রিগেডে একটা জলসা আছে।'
বিরোধী দলনেতার সংযোজন, 'যে মাঠটা হয়েছে, ১০ হাজারের মাঠ। আমার বিশ্বাস ১৫-২০ হাজার স্থানীয় লোক থাকবে। নৌকা করে, বোট করে, টোটো করে, অটো করে, মেশিন ভ্যানে। কোনও বাস তো আমরা পাব না। । সম্পূর্ণভাবে স্থানীয় লোক নিয়ে সভা হবে। বাইরের লোকজন আনার কোনও ব্য়াপার নেই।'
তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনায় বিকাশ সিংহ-সহ ৭৬ জনের নামে অভিযোগ দায়ের করেন শিবু হাজরার ম্য়ানেজার ভানু মণ্ডল। এর পরপরই গ্রেফতার হন বিকাশ সিংহ। পরে জামিন পান। রবিবারের সভায় তিনিও থাকবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিকে বিজেপির এই সভা ঘিরে কুণাল ঘোষ বলেছেন, 'শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে যাচ্ছে।' সন্দেশখালিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন যাচ্ছেন না এই প্রশ্ন তুলে যখন বারবার সরব হচ্ছে বিরোধীরা, তখন রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।প্রধানমন্ত্রীর জনসভার পরের দিন,হাইভোল্টেজ রবিবার, ব্রিগেডে তৃণমূলের মেগা-সভা।
আরও পড়ুন, রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের
শনিবার, ব্রিগেডে এসে প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির আধুনিক জমিদাররা, দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া হিসেবের মুখোমুখি হবে। তৃণমূলের 'জনগর্জন' সভাকে কটাক্ষ করে, প্যারোডি বেঁধেছেন রুদ্রনীল ঘোষ। জনসংযোগে নতুন চমক রয়েছে তৃণমূলের 'জনগর্জনে'। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র্যাম্প। মঞ্চ থেকে সোজা জনতার মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। অন্যদিকে রবিবারেই ন্যাজাটে সভা করবে বিজেপি। সবমিলিয়ে, সন্দেশখালিকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে সপ্তমে রাজনীতির পারদ ।