সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: একেবারে নিরুপদ্রব কাটল না বর্ষবরণের রাত। বাইক পার্কিং ঘিরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে তেতে উঠল বাগুইআটি (Baguiati brawl on bike parking) থানা এলাকার দলদ্রোন। এখনও পর্যন্ত যা খবর, গত কাল রাতের ওই সংঘর্ষে ২ যুবক গুরুতর জখম হয়েছেন। এর মধ্যে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানা।


কী জানা গেল?
বর্ষবরণের রাত। উচ্ছ্বাসে ভাসছে শহর কলকাতা ও সংলগ্ন এলাকা। সে সময়ে এমন ঘটনায় হইহই পড়ে যায়। পুলিশ জানিয়েছে, জখম ২ যুবকের নাম রোহিত দাস ও প্রীতম রায়। তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।রোহিতের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আর প্রীতমের কলার বোন ভেঙে দেওয়া হয়, বলে দাবি। রোহিতের সিটি স্ক্যান এর মধ্যেই হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার সূত্রপাত রাত পৌনে ১টা নাগাদ।  স্থানীয়রা জানাচ্ছেন, দশদ্রোন ব্যায়াম সমিতির কাছে পাশের তরফদার পাড়ার কয়েকটি বাইক এসে পার্কিং করেছিল। সেই পার্কিং নিয়েই দুই পাড়ার যুবকদের মধ্যে বচসা শুরু হয়। অল্পক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে গড়ায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহিত এবং প্রীতমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে বাগুইআটি থানার পুলিশ। 


নিরাপত্তার জন্য...
বর্ষবরণের রাতে ভিড় এড়াতে এমনিতেই বিশেষ উদ্যোগ নিয়ে থাকে কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকায় বিশেষ  নজরদারি করা হয়। কলকাতার ভিড়প্রবণ এলাকার আরও আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা, এমনটাই খবর ছিল। শুধু তাই নয়। যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) নিরাপত্তা (Security) আঁটসাঁট করা হয়। প্রতিটি স্টেশনে বাড়ানো হয় নজরদারি। মোতায়েন করা হয় অতিরিক্ত RPF। ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট (Park Street), ময়দান, রবীন্দ্র সদন এবং দমদম, এই পাঁচটি মেট্রো স্টেশনের নিরাপত্তাও বাড়ানো হয়। প্রশিক্ষিত RPF জওয়ান মোতায়েন করার পাশাপাশি, এই স্টেশনগুলিতে ছিলেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিক। মহিলা, শিশুদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হয়েছিল মহিলা RPF। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখার ব্যবস্থআ। বর্ষবরণে ভিড় বাড়ার সম্ভাবনায় প্রতিটি মেট্রো স্টেশনে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ডের ব্যবস্থা রাখার ব্যবস্থা করা হয়।
এহেন প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও  দুই পাড়ার মধ্য়ে এই সংঘর্ষ এড়ানো গেল না।    


 


আরও পড়ুন:সৌমিত্র খাঁকে প্রার্থী 'না' করার দাবি, নিজের কেন্দ্রেই BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার!