সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাত সকালে অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা দেহ (Youth Body Recovery) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার (De Ganga) বেলিয়াঘাটা বিদ্যাধরী নদীর ধারে। পুলিশের ধারণা, রাতের অন্ধকারে ওই যুবককে বিদ্যাধরী নদীর পাড়ে গলা কেটে খুন করা হয়। 


কী জানা গেল? 
স্থানীয় সূত্রে খবর, কয়েকজন মহিলা অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ নদীতে ভাসতে দেখেছিলেন। এর পরই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে বাঁশ দিয়ে তৈরি চালা ঘরের নিচে চারদিক রক্তে ভাসছে। দ্রুত খবর যায় দেগঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মৃতের বয়স ৩৫ বছর। যুবকের গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছিল। কিন্তু কেন? রাতের অন্ধকারে কে বা কারা ওই যুবককে এমন নৃশংসভাবে খুন করল? নদীতে ফেলে দিয়ে গেল কারা? নানা প্রশ্নে দানা বেঁধেছে রহস্য। যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর আগে, গত অক্টোবরে, বিদ্যাধরী নদী থেকেই এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সে বারও প্রথমেই নিহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।


আগেও উদ্ধার...
সে বার গোরাইনগর এলাকার নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা হঠাৎ দেখতে পান, বেলিয়াঘাটার দিক থেকে হাড়োয়ার দিকে বিদ্যাধরী নদীর ধারা বেয়ে একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। দেহটির শরীরে একচুলও পোশাক ছিল না। এরপর গোরাইনগর এলাকায় একটি জায়গায় নদীর চরে এসে কচুরিপানার মধ্যে মৃতদেহটি আটকে যায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তাই দেহের ছবি বিভিন্ন থানায় এলাকায় পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করে হাড়োয়া থানার পুলিশ। তবে 'নিহত ঐ যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে',বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের। বাগুইআটির স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধারের পর আবারও বিদ্যাধরী নদী থেকে যেভাবে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হয়েছিল, তাতে সাধারণ মানুষের মুখে কুলুপ। যদিও এলাকাজুড়ে আতঙ্কের চোরাস্রোত স্পষ্ট। এই ঘটনার আগেই, বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিসর্জন হয়ে যাওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই নজরে পড়ে সেটি। দেহটি উদ্ধার করে পশ্চিম বন্দর থানা। 


আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন