জয়ন্ত পাল, কলকাতা: একেবারে তৃণমূল সাংসদ সৌগত রায়ের (TMC MP Sougata Roy) সঙ্গে মঞ্চে একই সারিতে বসেছিলেন। তৃণমূলে যোগদানের জন্য নাম ঘোষণা হল। তিনি চেয়ার থেকে উঠে এগিয়ে গেলেন। কিন্তু, পতাকা নেওয়ার বদলে এগিয়ে গেলেন ডায়াসের দিকে। বক্তব্য রাখতে শুরু করলেন, এবং যা বললেন, তাতে মঞ্চে থাকা তৃণমূল নেতৃত্বের ফেস-লস ছাড়া আর কিছুই বলা যায় না। কে ইনি? পরিচয়, দমদম পুরসভার (Dum Dum Municipality) নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Independent Councilor Debasish Banerjee)।


কী বললেন নির্দল কাউন্সিলর?
দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই মুহূর্তে আমি এই ক্ষমতার লোভ পেতে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করব না।' মঙ্গলের দুপুরে, দমদমে তৃণমূলে যোগদান ঘিরে টানটান নাটক! মঞ্চে এসেও 'রণেভঙ্গ' দিলেন নির্দল কাউন্সিলর! মঙ্গলবার দুপুরে, দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেসের তরফে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই দলে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ দমদমের দুই নির্দল কাউন্সিলর ও একজন বহিষ্কৃত নেতার।কর্মী সম্মেলনের শেষে যোগদানের জন্য তাঁদের নাম ঘোষণা করা হয়। কিন্তু, এরপরেই নাটকীয় মোড় নেয় গোটা ঘটনা। ব্রাত্য বসু, সৌগত রায় উপস্থিতিতেই মঞ্চে দাঁড়িয়ে দলে যোগ দিতে সময় চেয়ে নেন ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমার ওয়ার্ডে যাঁরা নির্দলের, আমায় সমর্থন দিয়েছেন। আমাকে জিতিয়েছেন। ওই সমস্ত অভিভাবকদের সঙ্গে, ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে...সেই মানুষগুলো আমায় ৯৬% ভোট দিয়েছে। তাঁদের সঙ্গে কথা না বলে আজ যদি আমি এখানে মোহের বশীভূত হয়ে পতাকা নিয়ে নিই, তা হলে তাঁরা আমায় বলবেন, সেদিন কোথায় ছিলেন? আমাকে একটু ভাবার সুযোগ দিন। আমার ঘাড়ে যে একটা গদ্দারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, তার থেকে যে আমার মুক্তি দিয়েছেন, এর জন্য আপনাদের সশ্রদ্ধ প্রণাম।' এরপর তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায় দমদমের বিধায়ক ব্রাত্য বসুকে!  একটু পরেই আবার কান্নায় ভেঙে পড়েন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তখন আবার দমদমের তৃণমূল সাংসদকে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। 

অস্বস্তিতে তৃণমূল?
এই ভাবে যোগদান মঞ্চে এসেও বেঁকে বসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। অবশ্য দমদমে দলের প্রার্থী সৌগত রায় বলেন, 'এক জন যোগ দিলেন না। কিন্তু জয়েনিং তো হয়েছে...আমরা তো তাঁদের ডেকেছিলাম...মঞ্চেই তো ছিলেন তাঁরা।' তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, কংগ্রেস থেকে বিজেপি, লোকসভা ভোটের মুখে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দলবদলের একাধিক ছবি সামনে এসেছে। এতে এক অন্য মাত্রা যোগ করল মঙ্গলের দুপুরের ছবি!


আরও পড়ুন:পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপ নির্বাচন হবে : কমিশন