ঝিলম করঞ্জাই ও সমীরণ পাল, কামারহাটি : উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ! মৃত্যুর খবর একের পর এক। অসুস্থ অসংখ্য। গতকাল রাত পর্যন্ত শতাধিক রোগী এসেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। বমি...পেট ব্যথার মতো উপসর্গ। সচেতনতা বাড়াতে, এলাকায় চলছে প্রচার! এই পরিস্থিতিতে, National Institute of Cholera and Enteric Diseases বা NICED-এর অধিকর্তার দাবি, সম্ভবত কলেরার জীবাণুর কারণেই এই ডায়েরিয়ার প্রকোপ।


 নাইসেড  অধিকর্তা শান্তা দত্ত জানিয়েছেন, ' উত্তর ২৪ পরগনা থেকে যেটুকু স্যাম্পেল পাঠানো হয়েছিল তাতে কলেরা পেয়েছি।' রাজ্য সরকারের তরফে সহায়তা চেয়ে তাঁদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছেন NICED-এর অধিকর্তা। তাঁর আক্ষেপ, 'রাজ্য থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। যেহেতু স্বাস্থ্য হল রাজ্যের আওতাধীন। তাই আমাদের না বলা হলে, বা সাহায্য চাওয়া না হলে কিছু করতে পারি না। উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে স্যাম্পেল পাঠিয়েছে। আমরা দু’এক জায়গায় স্যাম্পেল থেকে কলেরার জীবাণু পেয়েছি, দুঃখের যে, এখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউট থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার করা হয় না।'

আরও পড়ুন:


বেড়েই চলেছে কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, সাগর দত্ত হাসপাতালে শতাধিক রোগী


নাইসেড কর্তার এই চাঞ্চল্যকর দাবি প্রসঙ্গে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তার কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, সম্প্রতি, দমদমের একটি বেসরকারি হাসপাতালে ডায়েরিয়া আক্রান্ত এক মহিলার শরীরে কলেরা সংক্রমণ চিহ্নিত হয়। পার্কসার্কাসের একটি শিশু হাসপাতালেও দুই রোগীর সন্ধান মেলে। অগাস্ট মাসে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে নমুনা NICED’এ পাঠায় স্বাস্থ্য দফতর। তখনও কলেরার সন্ধান মিলেছিল বলে দাবি NICED-এর অধিকর্তার। এ প্রসঙ্গেও স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


কামারহাটি পুরসভা এলাকায় ডায়েরিয়ার প্রকোপ। গতকাল রাত পর্যন্ত শতাধিক রোগী এসেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক ১০ জন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। কামারহাটি পুরসভা সূত্রে দাবি, ডায়েরিয়ার প্রকোপ মূলতঃ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডেই বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। সচেতনতা বাড়াতে চলছে প্রচার।