উত্তর ২৪ পরগনা: রং খেলার নামে ডেকে , খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের অভিযোগ! হোলির দিন খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। দোল খেলার সময় সংঘর্ষ, নিহত অমর চৌধুরী। জয়শ্রী কেমিক্যালসের সামনে ওই টিএমসিপি কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জি কর মেডিক্যালে আনার পরে যুবকের মৃত্যু। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর এবার খড়দায় খুন। সূত্র মারফৎ খবর, পুরনো বিবাদের জেরে ডেকে টিএমসিপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে।



সম্প্রতি উত্তপ্ত হয়েছিল বীরভূমের কাঁকরতলা। বালির বখরা নিয়ে বোমাবাজির পর এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর।  কাঁকরতলায় বালির বখরা নিয়ে তৃণমূলের কোন্দলে সংঘর্ষ বেধেছিল। রাজনীতির যোগ উড়িয়ে শাসকদল একে ব্যক্তিগত শত্রুতা বলে দাবি করেছিল। তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছিল বিজেপি। ১০ দিনের ব্যবধানে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাঁকরতলা।


তৃণমূলের গোষ্ঠী কোন্দলে দলের এক কর্মীকেই পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। নিহতের নাম শেখ নিয়ামুল। বছর চল্লিশের নিয়ামুল কাঁকরতলার বড়রা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর এসেছিল, এলাকা দখলকে কেন্দ্র করে কাঁকরতলার বড়রা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেধেছিল। মোটরবাইকে চড়ে ফেরার সময় গ্রামের মুখেই তৃণমূল কর্মী নিয়ামুলের রাস্তা আটকেছিল কালো শেখের লোকজন। যিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। লাঠি-বাঁশ-রড দিয়ে বেধড়ক মারধর করে, পায়ে কোপ মারা হয়েছিল বলে অভিযোগ। 


গুরুতর জখম নিয়ামুলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হয়। রাতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এর আগে ১১ ফেব্রুয়ারি কাঁকরতলায় বালি খাদানের বখরা নিয়ে বোমাবাজি হয়। বোমার আঘাতে পা উড়ে যায় এক ব্যক্তির। অভিযোগ ওঠে, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটে। এবার কোন্দলে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী। এই ঘটনার পর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন, 'জামাইয়ের মনে হয়েছে শ্বশুর মশাই পার্থ-র বেশি বেশি অন্যায় হয়েছে, তাই সাক্ষী দিচ্ছে.. ' !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)