দক্ষিণ ২৪ পরগনা: ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশ্যে এনেছিল। প্রায় প্রতিটা লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Constituency) যখন প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তখনও ডায়মন্ডহারবার কেন্দ্রে বিজেপির তরফে কে দাঁড়াচ্ছে, এনিয়ে সবাই অপেক্ষায় ছিল। এদিকে জোরকদমে ভোটের (Vote Campaign) প্রচারে নেমে গিয়েছে, প্রায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরাই। এদিকে একেবারে ভোটের মুখে এসে সদ্য এবার এই কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি। অভিষেকের বিপরীতে লড়াইয়ের ময়দানে এবার বিজেপি হয়ে টিকিট পেয়েছেন অভিজিৎ দাস (BJP Candidate Abhijit Das)। ভোট শুরু চলতি সপ্তাহেই। বলাইবাহুল্য হাতে সময় কম। যদিও সেই দিক থেকে কোনও চাপ না নিয়েই, শেষমুহূর্তে অভিষেককে জোর আক্রমণ করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এদিন এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিনি।


এত দেরি করে নাম ঘোষণা কেন ?


এদিন  তিনি বললেন, মহা মুশকিল দেরিটা কোথায় ? আমাদের ভোট তো এখনও দেরি আছে। এখনও ৪৫ দিন বাকি। পয়লা জুন হবে। আমরা বিধানসভা নির্বাচনের সময়, কতটা টাইম পেয়েছিলাম ? ২০ থেকে ২১ দিনের মতো। তার ডবল টাইম পেয়েছি তো আমরা। আপনাদের কাছে মনে হচ্ছে শেষ ফেজ। কিন্তু প্রকৃতপক্ষে এটা সঠিক সময়েই হয়েছে। যারা আমাদের রয়েছেন, অনেক ভেবেচিন্তে করেছেন, অভিষেককে হারানোর জন্য। কিছু তো তাঁদের পরিকল্পনা রয়েছে।  আমাদের দেশ চালাচ্ছে মোদিজি, অমিত শাহজি।


৪২ টি কেন্দ্রের মধ্যে এতটা ভাবতে হয়েছে যে,এই কেন্দ্রে সবার শেষে ঘোষণা ?


তিনি বলেন,' কিছু তো ভাবতে হবেই। আপনারা সাংবাদিকরাও তো ভাল করেই জানেন, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র লোকসভা, যেখানে কোনও নির্বাচন সুস্থভাবে হয় না। বলবেন যে, ২০১৮ থেকে এখানে পঞ্চায়েত ভোটটা তাঁরা দিতে পেরেছিল ? তৃণমূলের লোককেই জিজ্ঞেস করবেন। বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতেই যান না।.. কিন্তু ২০১৮ সালে তাঁদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। বাংলার মধ্যে এটি একমাত্র লোকসভা , যেখানে পঞ্চায়েতে কোনও নমিনেশন করতে দেওয়া হয়নি। আমার উপরেও হামলা চালানো হয়েছিল।'


আরও পড়ুন, বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, সন্দেশখালির ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে : মোদি


এত সন্ত্রাসের কথা তুলছেন, সেই জায়গা থেকে আপনি লড়বেন কীকরে ?


উত্তরে অভিজিৎ দাস বলেন,' অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন, ববি কী, এবং যার জন্য আমার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে।.. পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির হোল্ডার আমি। ওর মত তো উচ্চ মাধ্যমিক পাশ নই। ওর যে এমবিএ ডিগ্রিটা রয়েছে সেটাও তো ফেক।'