সমীরণ পাল, বারাসাত: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বারাসতে (Barasat) বাম ছাত্র-যুবদের অভিযানে ধুন্ধুমার (Schuffle)। দুর্নীতির অভিযোগে এসএফআই, ডিওয়াই এফআই -এর জেলা পরিষদ অভিযান। জেলা পরিষদের দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এদিন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা।
কী ঘটেছিল?
মিছিল শুরু হয়েছিল বারাসাতের হেলাবটতলা মোড় থেকে। বাম ছাত্র-যুবদের বক্তব্য, তাঁদের মিছিল শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল। কিন্তু পুলিশ বাধা দিলে অশান্তি শুরু হয়, অভিযোগ তাঁদের। রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। আন্দোলনকারীদের সরাতে লাঠি চালাতেও দেখা গিয়েছে পুলিশকে। ঘটনা ঘিরে বারাসাতের হেলাবটলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাম ছাত্র-যুবরা। তার পরই এই অশান্তি। এদিকে, গত কালই রামনবমীর অশান্তির প্রতিবাদে সালকিয়ায় বামেরা যে শান্তিমিছিল করেছিলেন, সেখানেও পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধেছিল পুলিশের। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয় পুলিশের।
গত কালও ধস্তাধস্তি...
গত কাল বামেদের শান্তি মিছিল ঘিরে তুলকালামের সাক্ষী থেকেছে হাওড়ার সালকিয়া। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাম নেতা-কর্মীদের। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান মহম্মদ সেলিম। বামেদের গাড়ির কাচ ভাঙছে পুলিশ। ধরা পড়ে এমন ছবি ছবিও। বালিখাল থেকে সালকিয়া পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামেরা। পুলিশ সালকিয়া চৌরাস্তায় মিছিল আটকালে ধুন্ধুমার বাধে। বালিখাল থেকে মিছিল যায় সালকিয়া পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারপার্সন বিমান বসু। সালকিয়া চৌরাস্তায় বামেদের মিছিল পৌঁছতেই তা আটকায় পুলিশ। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই তরফের। সোমবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সালকিয়া মোড়। ব্যারিকেট ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব়্যাফ নামানো হয় এলাকায়। সবমিলিয়ে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় গত কাল। উর্দিধারী পুলিশ কর্মী লাঠি দিয়ে সিপিএমের কর্মসূচির গাড়ির কাচ ভাঙছে। সোমবার বামেদের শান্তি মিছিলে ধরা পড়ে এই আজব ছবি। রামনবমীর দিন অশান্তির প্রতিবাদে এদিন হাওড়ার বালি খাল থেকে সালকিয়া পর্যন্ত শান্তি মিছিল বার করে বামেরা। কিন্তু, পুলিশ মাঝপথেই আটকে দেয় মিছিল! উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাম নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। ব্য়ারিকেড ভাঙেন বাম কর্মীরা। পাল্টা বলপূর্বক তাঁদের হঠানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে রাস্তায় পড়ে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।