সন্দীপ সরকার, জগদ্দল: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) তৃণমূলের কোর কমিটির (TMC Core Committee Meeting) বৈঠকে যোগ দিলেন অর্জুন সিংহ (MP Arjun Singh) ও সোমনাথ শ্যাম (TMC MLA Somenath Shyam)। স্বয়ং তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটি এই প্রথম বৈঠকে বসছে। গত কয়েক দিন ধরেই অর্জুন-সোমনাথ দ্বন্দ্বের খবরে তুমুল শোরগোল তৈরি হয়। তার মধ্যেই এই বৈঠক। 


বিশদ...
এর আগে, তৃণমূলের রাজ্য সভাপতির ডাকে যে বৈঠক হয়েছিল তাতে দু-পক্ষকে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু, আজ জেলার কোর কমিটির বৈঠকে আসেন অর্জুন সিংহ ও সোমনাথ শ্যাম দু'জনেই। বৈঠক হয়েছে মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে। বৈঠকে রাজ্য ও জেলাস্তরের একাধিক নেতা রয়েছেন বলে খবর। এটি নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তৃণমূল সূত্রে খবর। প্রথমত, অর্জুন-সোমনাথ দ্বন্দ্বের জল্পনার মধ্যে এই বৈঠক। দ্বিতীয়ত রেশন-দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উত্তর ২৪ পরগনায় যে পাঁচটি লোকসভা আসন রয়েছে, তাতে কী ভাবে প্রস্তুতি নেওয়া হবে, সে ব্যাপারেও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। পাশাপাশি, গত কয়েকদিনে সন্দেশখালির ঘটনা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর গ্রেফতারি এবং শাহজাহান শেখের ফেরার হওয়া নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কী ভাবে মোকাবিলা করা হবে সেটিও বিশ্লেষণ হতে পারে এই বৈঠকে। সূত্রের খবর, রেশন-দুর্নীতিতে ধৃত, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহানকে নিয়ে জেলার দলীয় নেতাদেরই অনেকের অনুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এই বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে। লক্ষণীয় বিষয় হল, কোর কমিটির সিংহভাগ সদস্য়ই আজ বৈঠকে এসেছেন। তবে অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের আসা-ই মূলত লাইমলাইট।
প্রথমে আসেন সাংসদ অর্জুন সিংহ। তার পর ঢোকেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সূত্রের খবর, দু'জনেই আলোচনার টেবিলে বসেছেন। এবার তাঁরা কোনও সমঝোতাসূত্রে পৌঁছতে পারেন নাকি দ্বন্দ্বের জল্পনা আরও তীব্রতর হয়, সেটা সময়ই বলবে।



আসরে সুব্রত বক্সী, গরহাজির সোমনাথ শ্যাম...
এর আগে, ডিসেম্বর মাসের একবারে শেষ দিকে, দু-জনের দ্বন্দ্ব সামলাতে ময়দানে নামেন সুব্রত বক্সী। নৈহাটিতে অর্জুন সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি । রাস্তা থেকে অর্জুনকে ডেকে গাড়িতে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর গাড়িতেই নৈহাটিতে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ। কিন্তু বৈঠকে আসেননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। জানান, এরকম কোনও বৈঠকের ব্যাপারে জানতেন না। বিষয়টি নিয়ে সে সময়ে প্রতিক্রিয়া দিতে চাননি ব্যারাকপুরের সাংসদ। এবার দু'জন কী করেন, সেটাই দেখার।


আরও পড়ুন:রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য