ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে নতুন করে গন্ডগোল। তৃণমূল প্রার্থী সুতপা দত্তর সমর্থনে লেখা দেওয়াল মুছে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  গতকাল বিকেলে ওই দেওয়াল লেখা মুছে দেওয়া হয়।  লেখা মুছে পাশেই তৃণমূল প্রার্থী হিসেবে সন্দীপা বিশ্বাসের সমর্থনে টাঙানো হয়েছে ফ্লেক্স।  


এ প্রসঙ্গে তৃণমূল নেতা ও বিদায়ী পুর প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, ওখানে একটা সমস্যা ছিল। প্রথম তালিকায় একজনের নাম আবার দ্বিতীয় তালিকায় একজনের নাম। সেটা নিয়ে বিভ্রান্তি ছিল। দুই জনেই প্রচার শুরু করেছিলেন। কাল রাতে যাঁর নামে কনফারমেশন দেওয়া হয়েছে, তিনিই প্রচার করছেন। যাঁর নাম নেই তিনি দেওয়াল মুছে দিয়েছেন। সুতপা দত্তর নাম নেই, সন্দীপা বিশ্বাসের নাম রয়েছে। 


আরও পড়ুন ; 'সুব্রত-পার্থ যে প্রার্থী তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত', বিভ্রান্তি উড়িয়ে মন্তব্য মমতার


যদিও সুতপার দাবি, তিনি জানেন তিনিই দলের প্রার্থী। তাই দেওয়াল লিখেছেন। কয়েকজন বহিরাগত এসে তাঁর সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়েছে। তিনি বলেন, ৩ নম্বর ওয়ার্ডে এআইটিসি দলের হয়ে আমি প্রার্থী। চূড়ান্ত তালিকায় এই ওয়ার্ড থেকে আমার নাম আছে। আজ কিছু বাইরের ছেলে এসে আমার নাম লেখা দেওয়াল সাদা করে দিয়ে চলে গেছে।


পুরভোটে তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে ক্ষোভ থেকে গতকাল খড়দায় (Khardah) দফায় দফায় বিটি রোড (BT Road) অবরোধ করা হয়। খড়দা পুরসভার সামনে অবরোধে সামিল হন দলীয় কর্মী, সমর্থকরা। ৫টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে বলে দাবি জানান তৃণমূল কর্মীরা। প্রথমে পুলিশের হস্তক্ষেপে মিনিট পনেরো পরে অবরোধ উঠলেও, পরে টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে অবরোধ শুরু হয়। মিনিট পনেরো পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।


এদিকে প্রার্থী নিয়ে এই বিক্ষোভের আবহে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত"।


এই একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'।