সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বসিরহাটের মাটিয়ায় রাতে বাড়ি ফেরার পথে, তৃণমূল কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জখম হন তৃণমূল কর্মীর সঙ্গীও। মৃত মোফাজ্জল হক মণ্ডলের বাড়ি আকিপুরে। 


স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী মোফাজ্জল হক মণ্ডল। অভিযোগ, রাস্তায় একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে গেলে, দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা ছিল। বেশ কয়েকবারও গ্রেফতারও করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোলের জেরেই এই খুন। 


আরও পড়ুন, নিয়ম না মানলে সুপার স্প্রেডার হতে পারে দুর্গাপুজো, সতর্ক করেছে ICMR


রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে খুন হলেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা মোফাজ্জল হক মন্ডল। বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাট মাটিয়া থানার চাঁপাপুকুর পূর্ব পাড়া এলাকায়। গুরুতর জখম তার সঙ্গে থাকা সঙ্গীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। 


পুলিস জানায় মৃত তৃণমূল নেতা মোফাজ্জল হক মন্ডল (৪৮ ) আঁকুর বাড়ি মাটিয়া থানার চাঁপাপুকুর অঞ্চলের আকিপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত সাড়ে ন'টা নাগাদ মোটরসাইকেল করে তাঁর এক সঙ্গীকে নিয়ে খোলাপোতা বাজার থেকে চাঁপাপুকুর অঞ্চলের আকিপুরে নিজের বাড়িতে ফিরছিলেন ওই নেতা। পথে চাঁপাপুকুর পূর্বপাড়া কাছে পিছন থেকে একটা মারুতি গাড়ি তাঁর মোটরবাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই গাড়ি থেকে নেমে তৃণমূল নেতা মোফাজ্জল হক মন্ডলকে গুলি করে কুপিয়ে খুন করে এলাকা ছেড়ে পালায়।


আরও পড়ুন, নোটিস জারি হতেই লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে 'বেপাত্তা' অভিযুক্ত মন্ত্রী-পুত্র



স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের  নিয়ে গেলে চিকিৎসকরা নেতাকে মৃত বলে ঘোষনা করে। কী কারণে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটির তদন্ত শুরু করেছে পুলিশ।