সমীরণ পাল, গাইঘাটা(উত্তর ২৪ পরগনা) : উৎসবের আবহে শোকের ছায়া। পুজোমণ্ডপে ইলেকট্রিকের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঘোজা বাজার এলাকার ঘটনা। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার ন্যাড়া গাজিপুর-এর বাসিন্দা বিশ্বজিৎ রায় পেশায় একজন ডেকোরেটর ও লাইট-মাইকের ব্যবসায়ী । সপ্তমীর সকালে কিছু অসুবিধা হওয়ায় নিজেই বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন তিনি। ওপরে ওঠার পর বিদ্যুস্পৃষ্ট হন বিশ্বজিৎবাবু। ছিটকে পড়ে যান নিচে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানান, তাঁর মৃত্যু হয়েছে।
বিশ্বজিৎবাবুর ছেলের কথায়, পোস্টে ওঠার পর আচমকা কোনও তার হয়ত বাবার গায়ে সেঁটে গিয়েছিল। সেই কারণেই ছিটকে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলেও প্রাণ রক্ষা হল না।
এদিকে বারাসত ২৯ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকায় মঙ্গলবার বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া ঘোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু মিলে চকোলেট বোমা ফাটাচ্ছিল। প্রত্যেকেরই বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বোমা একটি টিনের কৌটার মধ্যে রেখে ফাটাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। বোমা ফেটে টিনের অংশ ছিটকে গিয়ে লাগে বছর পাঁচের সায়ন সেন-এর গলায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান বারাসত হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় সায়নের।
আরও পড়ুন ; বিদ্যুতের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট, ঘটনাস্থলেই প্রাণ হারালেন কর্মী
যেখানে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ, এমনকী কোনও দোকানেই বিক্রি করা আইনত অপরাধ, সেখানে কোথা থেকে এই শিশুদের হাতে চকোলেট বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। কার গাফিলতিতে এই দুর্ঘটনা, তা নিয়ে এলাকার মানুষের মধ্যেই প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ ।