সমীরণ পাল, সোদপুর: পুজোর পরেই খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে সোদপুরের সুখচরের গির্জা মোড়ে উত্তেজনা ছড়াল। 


বিজেপি কর্মীদের মারধর, বিরোধী প্রার্থীর গাড়ির কাচ ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, গতকাল রাতে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহার ছবি দেওয়া ফ্লেক্স লাগাচ্ছিলেন কয়েকজন কর্মী। 


অভিযোগ, তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। মারধর করা হয়। আহত হন তিন বিজেপি কর্মী। এই নিয়ে থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আরও পড়ুন: খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়


৩০ অক্টোবর খড়দা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। খড়দা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটপর্বের মধ্যেই তাঁর মৃত্যু হয়। যার ফলে ফের এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তাঁর স্ত্রীকে খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি করে দল। উপনির্বাচনে শোভনদেবব চট্টোপাধ্য়ায়কে প্রার্থী করেছে শাসক দল। 


এদিকে, উপনির্বাচনের মুখে এই কেন্দ্রে বিজেপি শিবিরে ফাটল ধরায় তৃণমূল। পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মতুয়া সম্প্রদায়ের দুই নেতা। তৃণমূল সূত্রে দাবি, প্রায় তিনশোজন বিজেপি নেতাকর্মী শাসক শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই মতুয়া সম্প্রদায়ভুক্ত।


বিজেপির দলত্যাগীদের মধ্যে এলাকায় অন্যতম পরিচিত দুই মুখ হলেন লক্ষ্মণ ভর। যিনি খড়দা ৩ নম্বর মণ্ডলের বিজেপি তপশিলি জাতি উপজাতি মোর্চার সভাপতি ছিলেন। আরেকজন হলেন প্রভাস কর। যিনি খড়দা ৩ নম্বর মণ্ডলের বিজেপি সহ সভাপতির দায়িত্বে ছিলেন।


আরও পড়ুন: খড়দায় প্রয়াত কাজল সিনহার স্ত্রীকে প্রার্থী না করায় খোঁচা অর্জুনের,পাল্টা জবাব তৃণমূলের


প্রশাসন সুত্রে খবর,  খড়দা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। মোট বুথের সংখ্যা ৩২৩। এই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হবে ২ নভেম্বর।