সমীরণ পাল, বারাসাত (উত্তর ২৪ পরগনা) : পুরসভা ভোটের আগে শহরাঞ্চলে দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল তৃণমূল। গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাত সংসদীয় জেলার অন্তর্গত ৫টি পুরসভায় নতুন করে টাউন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যের শতাধিক পুরসভায় কবে নির্বাচন ? এখনও ঘোষণা হয়নি দিনক্ষণ। কিন্তু রাজনৈতিক দলগুলি যে যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। পুরভোটের প্রস্তুতির কৌশল হিসেবে উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে সংগঠনকে ঢেলে সাজানোর কৌশল নিয়েছে তৃণমূল।
আরও পড়ুন ; গেরুয়া শিবিরে রক্তক্ষরণ অব্যাহত, বনগাঁয় ২ পঞ্চায়েত সদস্য সহ প্রায় ১২০০ কর্মী-সমর্থক তৃণমূলে
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাতে বিজয়া সম্মিলনী পালন করে তৃণমূলের সংসদীয় জেলা কমিটি। উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মন্ত্রী সুজিত বসু-সহ অন্য জন প্রতিনিধিরা। সেই মঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয়, পুরভোটের আগে বিধাননগর, হাবড়া, অশোকনগর-কল্যাণগড়, বারাসাত ও মধ্যমগ্রাম - এই ৫ পুর-এলাকায় শহর তৃণমূলের নতুন কমিটি গঠন করতে হবে। দ্রুত কমিটি গঠন করে নেতৃত্বের কাছে জমা দিতে বলা হয়েছে শহর তৃণমূল সভাপতিদের। এপ্রসঙ্গে বারাসাত সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, টাউন কমিটি গঠনে জোর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন ; গুলি করে কুপিয়ে খুন, তৃণমূল কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য বসিরহাটে
পুরসভা ভিত্তিক তৃণমূলের সংগঠন বৃদ্ধির এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি বিপ্লব হালদার বলেন, এসব করে কিছু হবে না, পুরভোট পিছিয়ে দিয়েছে ওরা।
গত বিধানসভা ভোটের নিরিখে, উত্তর ২৪ পরগনার বিধাননগর, হাবড়া, অশোকনগর-কল্যাণগড়, বারাসাত ও মধ্যমগ্রাম - এই ৫ পুর-এলাকায় এগিয়ে আছে তৃণমূলই। যদিও, গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোতের কথা মাথায় রেখে আগেভাগেই সাংগঠনিক ফাটল মেরামতির উদ্যোগ নিয়েছে শাসকদল। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজাও।