সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: বসিরহাটে ভয়ঙ্কর কাণ্ড। নৃত্যশিল্পীকে (Dancer) খুনের অভিযোগ (allegation) উঠল। ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হল ঝুলন্ত দেহ (hanging body)।
নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার
বসিরহাটে ভাড়া বাড়ি (rented house) থেকে নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। অভিযোগ উঠছে খুনের। মৃতার লিভ-ইন সঙ্গীকে (live in partner) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
মৃত নৃত্যশিল্পীর নাম তসলিমা বিবি। পরিবার সূত্রে খবর মিলেছে, মাদক-মামলায় (drug case) জেলবন্দি তসলিমার স্বামী। সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে এক যুবকের সঙ্গে লিভ-ইন করছিলেন ওই নৃত্যশিল্পী। গতকাল ওই বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
যদিও মৃতের পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই লোক পাঠিয়ে খুনের হুমকি দিচ্ছিলেন নৃত্যশিল্পীর স্বামী (husband)। জেলে গিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ (interrogation) করা হবে বলে পুলিশ জানিয়েছে।
নৃত্যশিল্পীকে খুনের অভিযোগ
২৬ বছরের গৃহবধূ (house wife) তসলিমা। গত শুক্রবার রাতে তাঁর ঝুলন্ত দেহ (hanging body) উদ্ধার হয় চাঁপাপুকুরের একটি ভাড়া বাড়ি থেকে। তিনি বিগত কয়েক মাস ধরে মিঠুন বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন (live in) সম্পর্কে ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবারই চাঁপাপুকুরের এই বাড়ি ভাড়া নেন তিনি। তারপরই সন্ধের দিকে মিঠুন বিশ্বাস বাইরে বের হওয়ার পর ঝুলন্ত দেহ মেলে তসলিমার। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করলে মিঠুন বিশ্বাস পালিয়ে যায়।
আরও পড়ুন: Jhalda Murder: ভাইকে খুন করতে টাকা ধার করেছিলেন নরেন! তপন কান্দু খুনে আর্থিক লেনদেনে নজর
মিঠুনকে খুনের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে এর আগে তসলিমার সঙ্গে যাঁর বিয়ে হয়, তিনি এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। প্রয়োজনে পুলিশ তাঁকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এই দুই ব্যক্তির বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছেন মৃতার পরিবার।