সমীরণ পাল, উত্তর 24 পরগনা: গোবরডাঙ্গা থানার গণ দীপায়ন মোড় এলাকায় যশোর রোডের উপর একটি পাথর বোঝাই লরি নিচে পিষ্ট হয়ে যায় এক ১৮ বছরের যুবক। মৃত যুবকের নাম সন্তু বৈদ্য। তাঁর আঠারো বছর বয়স। গাইঘাটা থানার ধরমপুর দু'নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্তু বৈদ্য কাজের থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরি সন্তুর শরীরের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তু বৈদ্যের। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় গণদিপায়ান মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি অতি সংকীর্ণ রাস্তা হওয়ার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটে যশোর রোডে। যদি রাস্তা সম্প্রসারণ হতো তাহলে হয়তো আজ এই যুবকের প্রাণ যেত না। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ ও হাবড়া থানার পুলিশ। যদিও ঘাতক লরি চালক পলাতক।
এদিকে, বারাবনিতে (Baraboni) বিজেপি (BJP) যুব মোর্চার দুই কর্মীকে মারধর। হামলার শিকার এক যুব কর্মীর মাও। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছে শাসক দল।
ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করা হচ্ছে বিজেপি (BJP) যুব মোর্চার এক কর্মীকে। বাদ গেলেন না তাঁর মাও। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে হামলার ছবি। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
মঙ্গলবার সকালের এই ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) বারাবনির গৌরান্ডি ছাতাডাঙায়। বাপি প্রধান, বারাবনির আক্রান্ত বিজেপি যুব মোর্চার কর্মী বলছেন, 'আমি বিজেপি করি, তাই আমাকে বারবার মারধর করা হচ্ছে। শুধু এই যুব কর্মীই নন, মারধর করা হয়েছে আরও এক যুব কর্মীকে।'
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে অধরা শীত, শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে