সমীরণ পাল: মোবাইল চোরকে গাছে বেঁধে গণধোলাই উত্তেজিত জনতার। টোটো থেকে মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ল চোর। গাছে বেঁধে এলোপাতাড়ি মারধর করা হল অভিযুক্ত যুবককে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাড়োয়া রোড স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াচাঁপা টু হাড়োয়া রোড স্টেশন যে টোটো চলাচল করে সেই যাত্রীবাহী একটি টেটোতে ওঠে অভিযুক্ত। একটি জরুরি  ফোন কল করতে হবে বলে টোটো চালকের কাছ থেকে মোবাইল ফোন নেয়। অভিযুক্ত এরপর অটো থেকে নেমে পালিয়ে যায়। যাত্রী নামিয়ে  টেটোচালক মোবাইল চোরকে ধরে ফেলে। স্টেশন চত্বর এলাকায় কাছে দড়ি দিয়ে বেঁধে তার ওপরে চলে নির্মম প্রহর। এরপর খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে।


এরমধ্যেই উত্তরপাড়ার একটি আবাসনে একের পর এক ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাড়িতে কারও না থাকার সুযোগে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এনিয়ে তদন্ত শুরু করেছে উত্তপাড়া থানার পুলিশ। 


এর আগে, লেকটাউনে সোনার দোকানে চুরির অভিযোগে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ব্য়ক্তি কুখ্যাত ইরানি গ্যাংয়ের সদস্য বলে পুলিশ সূত্রে দাবি। অভিযুক্তকে গ্রেফতার করে গ্য়াংয়ের বাকিদের তল্লাশি শুরু হয়েছে।


কিছুদিন আগেই থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছিল। ১২ লক্ষ টাকার গয়না ও নগদ হাতিয়ে পালাল দুষ্কৃতীরা। বাঁশদ্রোণী থানার কাছে কালীবাড়ি এলাকায় এই বাড়িতে ওই ব্য়বসায়ী। স্ত্রী, পুত্রকে নিয়ে সংসার। বুধবার রাতে বাড়িতে ছিলেন না স্ত্রী ও ছেলে। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বেরিয়ে যান ওই ব্যবসায়ীও। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ব্যবসায়ীর ছেলে ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা, আলমারি খোলা, গোটা ঘর লন্ডভন্ড। 


আরও পড়ুন: মামারবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ কিশোর, পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের