মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ঝাড়খণ্ড (Jharkhand) থেকে মামার বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিশোর। ঘটনায় আতঙ্ক দুর্গাপুরের (Durgapur) মায়াবাজারে (Mayabazar)। পুলিশের ভূমিকায় ক্ষোভ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে। জানিয়েছেন, দুর্গাপুর(Durgapur)-আসানসোল কমিশনারেটের ডিসি।
২০১৮-র পর এবার ২০২১! দুর্গাপুরে (Durgapur) ফের রহস্যজনকভাবে নিখোঁজ এক কিশোর! ঘটনার সময় এলাকার সিসি ক্যামেরা বন্ধ থাকায় বাড়ছে রহস্য! অবিলম্বে কিশোরকে খুঁজে বের করার দাবিতে সরব, পরিবার ও প্রতিবেশীরা।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) মায়াবাজারে (Mayabazar)। নিখোঁজ কিশোরের নাম অনুরাগ যাদব। বাড়ি ঝাডখণ্ডের (Jharkhand) দেওঘরে (Deoghar)। পরিবার সূত্রে খবর, ছট পুজোয় দুর্গাপুরে (Durgapur) মামার বাড়িতে এসেছিল সে। খেলতে খেলতে গত ১৬ তারিখ সন্ধেয় বাড়ির সামনে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। ডিটিপিএস পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন আত্মীয়রা।
ঘটনার পর ৯ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই কিশোরের। পরিবারের দাবি, এলাকায় দু’টি সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে ঘটনার দিন সন্ধে থেকে রাত পর্যন্ত সেগুলি বন্ধ ছিল। কী করে তা হল, তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসার হুশিয়ারিও দিয়েছেন পরিবারের সদস্যরা।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুর্গাপুরের (Durgapur) মায়াবাজারেরই (Mayabazar) কদমতলা থেকে খেলতে খেলতে বছর চোদ্দর এক কিশোর নিখোঁজ হয়ে যায়। পরের দিন দুর্গাপুর (Durgapur) ব্যারাজের পাঁচ নম্বর গেট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। একই রকম ভাবে ফের কিশোর নিখোঁজের ঘটনায় এলাকায় বাড়ছে আতঙ্ক।
এবিষয়ে দুর্গাপুর-আসানসোল কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন: Nadia: শান্তিপুরে মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ছেলের
আরও পড়ুন: Bankura News: বিষ্ণুপুরের সাক্ষীগোপাল মন্দিরে চুরি, প্রণামীর বাক্সসহ লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও