সমীরণ পাল , বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা: সিপিএমের মিছিল ঘিরে উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলার ঘটনা। বৃহস্পতিবার রাতে সিপিএমের মিছিল ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। সাধারণ কর্মী নয়, বচসা হয়েছে সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। অভিযোগ এমনটাই। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম এবং তৃণমূল (TMC)। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক।  


কী ঘটনা:
বৃহস্পতিবার সন্ধেয় বেলঘরিয়া থানা এলাকার রথতলায় সিপিএমের মিছিল ছিল। কামারহাটি মোড় থেকে মিছিল করে থানার দিকে যাওয়ার সময় মিছিলের সামনে এসে পড়ে বিধায়ক মদন মিত্রের গাড়ি। সেই সময় সিপিএম ও তৃণমূলের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় বলে অভিযোগ। তারপর একেবারে মুখোমুখি চলে আসেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা এবং শিক্ষার দুর্নীতির অভিযোগে সিপিএম মিছিল করছিল বলে অভিযোগ। সেই সময় নাকি মদন মিত্র বলেন, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য কোনও নেতার নামে কিছু না বলতে, তা নিয়ে বচসা শুরু হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম ও তৃণমূল। মদন মিত্রর উপর হামলার অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতী দিয়ে মিছিল আটকানোর চেষ্টার অভিযোগ তুলেছে সিপিএম। 


মদনের দাবি:
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'খুব নোংরা ভাষায় বলছিল। বডি ল্যাঙ্গোয়েজও মারমুখী। সেই ৩৪ বছরের যত খুনি-ক্রিমিনাল, সব ছিল। আমি দেখলাম কীভাবে পুলিশ প্রোটেকশন দিচ্ছিল। পুলিশের বিরদ্ধে সিপিএমকে আড়াল করার মতো অভিযোগও তোলেন খোদ শাসক দলের বিধায়ক। 


সিপিএমের অভিযোগ:
সিপিএম নেতা সায়নদীপ মিত্র বলেন, 'বিধায়ক সমাজবিরোধী সঙ্গে নিয়ে এসে মিছিল বানচাল করতে চেয়েছিলেন। ঝামেলা করতে চেয়েছিলেন। প্ররোচনা দিচ্ছিলেন। কিন্তু, মিছিলের মেজাজ, চেহারা, জমায়েত দেখে সেই সাহস আর হয়নি।'


আরও পড়ুন: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হুমকি দিচ্ছেন কে? ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য