সমীরণ পাল, বসিরহাট: কলেজ পড়ুয়াকে (College Student) আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগে সহপাঠিনীকে (Class mate) গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ (Basirhat Police Station)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্য একজনের সঙ্গে প্রেমিকার সম্পর্কের কথা জানতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়ে সে। গতকাল বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রের । এরপরই তার বান্ধবীর বাড়িতে ভাঙচুর চালায় মৃত ছাত্রের পরিবার। অভিযোগ মারধর করা হয় বান্ধবীর বাবাকেও। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


পশ্চিম বর্ধমানে কলেজ পড়ুয়ার ধর্ষণ: সম্প্রতি পশ্চিম বর্ধমানে (West Burdwan) এমনই একটি খবর প্রকাশ্যে আসে । রাজ্যে ফের ধর্ষণের (Physical Assault) অভিযোগ ওঠে। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman News) । সেখানে ভাড়াবাড়িতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত বাড়িওয়ালার আত্মীয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । ভিন্ রাজ্যের বাসিন্দা ওই ব্যক্তি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখানেই কলেজ পড়ুয়া তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ।


সিলিং ফ্যান খারাপ হয়ে গেলে বাড়িওয়ালার ঘরে গিয়েছিলেন মেয়েটি: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের (Raniganj News) ঘটনা । নির্যাতিতার পরিবারের দাবি, শনিবার রাতে ঘরের সিলিং ফ্যান খারাপ হয়ে যায় । প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে বাড়িওয়ালার গরে ঘুমোতে যান ১৯ বছরের ওই তরুণী । অভিযোগ, সেখানেই বাড়িমালিকের আত্মীয় তাঁকে ধর্ষণ করেন । 


আরও পড়ুন: Topsia: কেনাকাটা করতে গিয়ে অসুস্থ, প্রবল গরমে মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর


মেয়েটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদতে হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।  


আরও পড়ুন: Khejuri News: 'পুরভোটের আগে ভয় দেখাতেই মজুত বোমা', NIA-এর চাঞ্চল্যকর দাবিতে সরগরম রাজনীতি