আব্দুল ওয়াহাব, বসিরহাট: দুষ্কৃতী ধরতে গেলে দরকার ফিট শরীর। তার জন্য নজর দিতে হবে শরীরের গঠনের দিকে। এমনই ভাবনা ফলপ্রসু করতে থানা চত্বরে তৈরি হল পুলিশ হেলথ ক্লাব। অভিনব এমন চিন্তা দেখা গেল বসিরহাট থানায়  (Basirhat)।


শরীরের গঠন নিয়ে বহুবার কটাক্ষের শিকার হতে হয় পুলিশকে (Police)। সোশ্যাল মিডিয়ায় তুলনায় স্থূলকায় শরীরের পুলিশের ছবি দিয়ে নানারকম ট্রোল করতে ছাড়েন না নেট নাগরিকরা। এবার পুলিশের শারীরিক গঠন সঠিক রাখার জন্যই বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল বসিরহাট থানায়। পুলিশকর্মীদের ফিটনেসের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে সেখানে তৈরি হল মাল্টিজিম। সূত্রের খবর, ফিতে কেটে পুলিশ হেলথ ক্লাবের ঝাঁ চকচকে মাল্টিজিমের  উদ্বোধন করেন ডিআইজি বারাসাত প্রসূন বন্দ্যোপাধ্যায়। মাল্টিজিমের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস কে-সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। 


আরও পড়ুন - North 24 Pargana: আফগানিস্তান থেকে ফিরলেন গোপালনগরের রামশঙ্করপুরের জয়ন্ত বিশ্বাস


জানা যাচ্ছে, মোট এগারোটি থানার মধ্যে বসিরহাটে প্রথম এইরকম মাল্টিজিম তৈরি করা হল। অত্যাধুনিক এই মাল্টিজিমে ট্রেড মিল থেকে সাইক্লিং, ক্রস ট্রেনার, ডাম্বেল-সহ একাধিক যন্ত্রাংশ আনা হয়েছে ইতিমধ্যেই। আরও কিছু অত্যাধুনিক যন্ত্রাংশ পরবর্তীকালে যোগ করা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একজন প্রশিক্ষককেও নিয়োগ করা হয়েছে। যাতে পুলিশকর্মীরা প্রশিক্ষকের তত্তাবধানে শরীরচর্চা করতে পারেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য থানার পুলিশকর্মীরাও যাতে সময় পেলে এখানে এসে নিজেদের ফিটনেসের জন্য প্রশিক্ষণ নিতে পারেন, তার ব্যবস্থাও রাখা হয়েছে।


আরও পড়ুন - North 24 Paragana : জ্যোতিপ্রিয়ের খাসতালুকে তৃণমূলে কোন্দল, হাবড়া পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে পড়ল পোস্টার


বসিরহাট থানা চত্বরের মাল্টিজিম উদ্বোধন করে ডিআইজি বারাসাত প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুলিশের স্বাস্থ্য সবসময় ঠিক রাখা উচিত। ফিট থাকতে গেলে, স্বাস্থ্য ভালো রাখতে গেলে শরীরচর্চা করা দরকার। আর সেদিকে লক্ষ্য দিয়েই বসিরহাট থানায় জিমের ব্যবস্থা করা হল। বসিরহাটের এই পুলিশ হেলথ ক্লাব অন্যদেরও এমন পদক্ষেপ নেওয়ার প্রেরণা দেবে।'