সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে রাজ্যে ফের বিস্ফোরণ (Blast)। বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছে। বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে শৌচাগারে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ। শৌচাগারে বোমা রাখা ছিল বলে অনুমান করা হয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরণে ওই মৃত বালকের নাম রাজু রায়চৌধুরী। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা।


সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানান, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে গিয়েছিল গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই। খাদিকুল গ্রামে যেখানে বিস্ফোরণ ঘটেছিল, সেখান থেকে এগরা থানার দূরত্ব কমবেশি ২২কিলোমিটার। এগরা দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ঘটনাস্থল থেকে গোপীনাথপুরে মূল রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


এরপর বজবজে বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছিল। সেখানেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল এলাকা, দাবি স্থানীয়দের।  বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল। পুলিশ সূত্রে একাধিক জনের মৃত্যুর খবর মিলছিল। তাদের মধ্যে ছিল একজন নাবালিকা। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা। এই এলাকার সামনে রাস্তা সরু। দমকলের গাড়ি প্রথমটায় ঢুকতে সমস্যা হয়েছিল। এই এলাকায় আশেপাশে একাধিক পুকুর রয়েছে। সেখান থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। বাড়িটির সিঁড়ি ও তলার ঘর একেবারে পুড়ে গিয়েছিল। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলে স্থানীয়দের দাবি।


উপরের ঘরে গুদাম বাজি রাখা হতে বলে খবর। এরপর দুবরাজপুরে (Dubrajpur Incident) বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ উঠেছিল। যদিও বজবজেই থেমে নেই বিস্ফোরণ। নাম জুড়েছিল দুবরাজপুরেরও। এরপরেই বেআইনি বাজি কারখানা বন্ধে ক্লাস্টার তৈরির ভাবনা নেয় রাজ্য। জনবহুল এলাকা থেকে দূরে কোনও জায়গায় ক্লাস্টার তৈরির পরিকল্পনা। কীভাবে, কোথায় তৈরি হবে ক্লাস্টার, খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়।